সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

আল আমিন হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার ‎

মিন্টু ইসলাম / ১২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

বগুড়ার শাজাহানপুর উপজেলার আলোচিত মো. আল আমিন হত্যা মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১২।

‎গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার ৪ নম্বর পলাতক আসামি বাশির আহম্মেদ (২৬) এবং ৫ নম্বর আসামি নাজির হোসেন (২৮)। উভয়ের পিতা মৃত আব্দুল লতিফ, মাতা নার্গিস বেগম। তারা বগুড়ার শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি গ্রামের বাসিন্দা।

‎র‍্যাব জানায়, ভিকটিম আল আমিন (৩৫) নিউ মার্কেট এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের শিকার হন। বিবাদীরা তাকে মামলা তুলে নিতে হুমকি ও ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় গত ২৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে বের হলে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা আসামিরা বাঁশঝাড়ের পাশে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ২ আগস্ট রাতে তিনি মারা যান।

‎ঘটনার পর নিহতের চাচা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৪১, তারিখ ৩০/০৭/২০২৫; ধারা: ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩২৬/৩০২/৩০৭/৩৮৫/৩৭৯/৫০৬/১১৪ দণ্ডবিধি, ১৮৬০।

‎র‍্যাব-১২ এর সিপিএসসি বগুড়া এবং র‍্যাব-৪ এর সিপিসি সদর যৌথ অভিযান চালিয়ে ২৩ আগস্ট রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
‎গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..