সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৮:৫৬ অপরাহ্ন

একজন আদর্শ নারীর জন্মদিনে সবুজে সবুজে রাঙলো ফতুল্লা

ফাহমিদা এমি / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
oplus_0

ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত
একজন আদর্শ নারীর জন্মদিনে সবুজে সবুজে রাঙলো ফতুল্লা, শিক্ষার্থী-অভিভাবকদের মাঝে ছড়িয়ে পড়লো সচেতনতার বার্তা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, চিকিৎসা পেশায় কৃতী এবং মানবিক গুণে অনন্য নারী ডা. জোবায়দা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব গাছ বিতরণ কর্মসূচি।

ফতুল্লার ভূইগড় সোনালী সংসদ ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্কুলশিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে পরিবেশবান্ধব ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এ উদ্যোগের সৌজন্যে ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য কাজী মাজেদুল হক মজু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সাজ্জাদ হোসাইন সাজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন:
“ডা. জোবায়দা রহমান শুধু একজন চিকিৎসক নন, তিনি একজন আদর্শ নারী, একজন সংগ্রামী মা এবং একজন সাহসী বাঙালি। তিনি বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং তারেক রহমানের সহধর্মিণী হওয়ার অপরাধে বিসিএস ক্যাডার হয়েও তাঁর সরকারি চাকরি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, তাঁকে নানা ষড়যন্ত্রমূলক মামলার মধ্যেও ফেলে রাখা হয়েছে। তবুও তিনি নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তাঁর মতো নির্লোভ, আত্মমর্যাদাসম্পন্ন ও সজ্জন নারীর জন্মদিন উপলক্ষে এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুকরণীয়।”

তিনি আরও বলেন,
“আজকের প্রজন্মের কাছে ডা. জোবায়দা রহমান একজন নিঃশব্দ নায়িকা, যিনি রাজনীতির শুদ্ধতা, পারিবারিক দৃঢ়তা এবং পেশাগত নিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক।”

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, গাছ লাগানো ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শতাধিক শিক্ষার্থী।

সবুজে ঘেরা এ কর্মসূচি শুধু গাছ বিতরণের আনুষ্ঠানিকতা নয়, এটি ছিল একজন মহীয়সী নারীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও প্রতিবাদ—যিনি নীরবে সংগ্রাম করে চলেছেন দেশের গুটিকয়েক আদর্শবান নেত্রীদের একজন হিসেবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..