সংবাদ শিরোনাম :
কাশীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শাহ আলমের নির্দেশনায় আবেগঘন পরিবেশে দোয়া ও মিলাদ ফতুল্লায় শাহ আলমের নির্দেশনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থা: গভীর রাতে উদ্বেগে ছুটে গেলেন বাবুল , দেশবাসীর কাছে দোয়া প্রার্থণা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া রূপগঞ্জে ইটভাটায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্নিকান্ড, ২০ঘর পুড়ে ছাঁই রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সন্ধ্যা, আলোচনা সভা, বিএনপি ও যুবদলের অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার দুপুর থেকে অবস্থার অবনতি, অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ বক্তাবলী শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের শ্রদ্ধা জ্ঞাপন বরিশালে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে লাখো মানুষের দোয়া

আবু কাওসার মিঠু / ২৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। গতকাল ১ডিসেম্বর সোমবার উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভুলতা পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেয়।

এসময় নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছিরউদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, মজিবুর রহমান, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, আশরাফুল হক রিপন ও এডভোকেট গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তাঁর সুস্থ্যতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পরে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা, দীর্ঘায়ু ও দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে অনেকেই আবেগে আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..