সংবাদ শিরোনাম :
বিস্ফোরণ মামলায় মীর্জা ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি ২৪ ঘন্টা না যেতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩ খুলনায় ট্রলার-ফেরি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিখোঁজ ৩ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট! ভারী থেকে অতিভারী বর্ষনের সতর্কতা! আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ঐক্য ও গণতান্ত্রিক আচরণ চাই: মাসুদুজ্জামান মাসুদ বন্দরে ২৮ ড্রাম চোরাই পামওয়েলসহ দুইজন গ্রেফতার ফাঁদ পেতে ভূয়া সার্টিফিকেট/আইডি কার্ড তৈরির দোকানে অভিযান, বিপুল সংখ্যক ভুয়া সার্টিফিকেট, আইডি, দলিল উদ্ধার  ফতুল্লায় চোরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, সাংবাদিক সুজনের বাড়িতে দুর্ধষ চুরি  যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র সহ যুবক গ্রেপ্তার  ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক 
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

গু*ম হ*ত্যা চালিয়ে কুরআনের আ*ন্দোলন বন্ধ করা যাবেনা- বগুড়ায় অধ্যক্ষ আবিদুর                                  

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

জামায়াতের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন গুম হত্যা চালিয়ে কুরআনের আন্দোলন বন্ধ করা যাবেনা। বিগত আওয়ামীলীগ সরকার আন্দোলনে ব্যর্থ হয়ে পালিয়েছে। জামায়াতের নেতাকর্মীদের এখন কুরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তিনি শুক্রবার (১৫ই নভেম্বর) বিকেলে বগুড়ার অদ্দিরকোলা বাজারে সাবগ্রাম ইউনিয়ন জামায়াত অফিস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আরিফুর রহমান করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মালতীনগর সাংগঠনিক থানা আমীর অধ্যাপক আব্দুস সালাম তুহিন, সেক্রেটারী প্রভাষক শফিকুল ইসলাম, মাওলানা আব্দুল জলিল, অধ্যাপক হারুনার রশিদ প্রমুখ।
প্রধান অতিথি আরো বলেন গণহত্যার নির্দেশদাতা হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেও বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ গণহত্যাকারীদের আর কখনোই রাজনীতিতে প্রবেশ করতে দিবেনা।
অধ্যক্ষ আবিদুর রহমান বলেন, ফ্যাসিষ্ট সরকার জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি জুলুম করেছে। কিন্তু একজন কর্মিও দেশ ছেড়ে পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা ও তার দোসররা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছে।
তিনি আরও বলেন, সুন্দর, সুখী-সমৃদ্ধশালী, সন্ত্রাস, চাঁদাবাজ ও দূর্নীতিমুক্ত ইনসাফপূর্ন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
এর আগে তিনি মাটিডালীতে ১৭ নং ওয়ার্ড জামায়াত আয়োজিত ৮ জন বৈষম্য বিরোধী আন্দোলনে আহত ও অসুস্থ্য মানুষের মাঝে সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াত নেতা সেলিম রেজা, উপ শহর সাংগঠনিক থানা আমীর আব্দুল হামিদ বেগ, রেজাউল করিম রেজা, ১৭ নং ওয়ার্ড সভাপতি খলিলুর রহমান প্রমুখ।

 

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..