সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”-তে একটি মোবাইল কোর্ট পরিচালিত,

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৩১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২১ মে, ২০২৫

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদাইলঘাটে অবস্থিত “রয়্যাল টোব্যাকো ফ্যাক্টরি”-তে আজ, ১৯ মে ২০২৫ তারিখে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই অভিযানটি নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর নির্দেশনায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তারিকুল ইসলাম-এর নেতৃত্বে পরিচালিত হয়। অভিযানে সহায়তা প্রদান করে র‍্যাব-১১, ডেপুটি কমিশনার অফ কাস্টমস, সহকারী পরিচালক (ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর), বাংলাদেশ পুলিশ এবং আনসার ব্যাটালিয়ন।

অভিযানের সময় ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ রি-ইউজড ও নকল স্ট্যাম্প, ১৪,০০০ প্যাকেট সিগারেট (মোট ১,৪০,০০০ শলাকা) এবং প্রায় ২১ লক্ষ রি-ইউজড স্ট্যাম্প জব্দ করা হয়। এসব অবৈধ সামগ্রী তাৎক্ষণিকভাবে ডিসপোজ (ধ্বংস) করা হয়। এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের জন্য ফ্যাক্টরিটিকে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটির ভ্যাট অফিসারকে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬২ ধারায় ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখযোগ্য বিষয় হলো, উক্ত ফ্যাক্টরিটি ২০২১ সাল থেকে দৈনিক প্রায় ৬ লক্ষ টাকা, অর্থাৎ মাসিক প্রায় ২ কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। তারা ৫০% মূল (অরিজিনাল) স্ট্যাম্প এবং বাকি ৫০% রি-ইউজড স্ট্যাম্প ব্যবহার করে সিগারেট বিক্রি করত। এর আগেও ২০২৩ সালে একই অভিযোগে এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে সিলগালা করা হয়েছিল। কিন্তু মাত্র সাত দিন পরেই তারা পুনরায় কার্যক্রম শুরু করে।

আজকের অভিযানে ফের ফ্যাক্টরিটিকে সিলগালা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অনিয়ম ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..