সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৪জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বেগমগঞ্জ) ৩নং আমলী আদালতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি আলী হেসেন, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মনির হোসাইন, সাবেক কোষাধ্যক্ষ আলাউদ্দিন এর বিরুদ্ধে ২০২২ সনের ১০ ফেব্রুয়ারি- দন্ডবিধি আইনের ৫০১/৫০২/৪৬৭/৪৭১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন (পিটিশন নং- ৭২/২২) কবির আহমদ ফারুক৷

আজ বৃহস্প্রতিবার (২৩ জানুয়ারি) সিআইডি নোয়াখালীর তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে নারাজী শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিচারিক আদালত নারাজী গ্রহণ করে বেগমগঞ্জ মডেল থানার ওসিকে সয়ং তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেন৷

আসামীরা মামলার বাদীকে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গ, সংগঠন, সরকার ও রাষ্ট্র বিরোধী কার্যক্রম এবং অনুমতিহীন পত্রিকা অনলাইন (প্রদীপ্ত) সাংবাদিকতার নামে এলাকার সাধারণ মানুষকে হয়রানী, গণহারে চাঁদাবাজি, প্রতারনা, মাদক ব্যবসা ও সেবনসহ নানা মিথ্যা ও কাল্পনিক অভিযোগে অভিযুক্ত করে এবং সৃজিত ও জাল জালিয়াতির অভিযোগকে আসল হিসেবে ব্যবহার করে গত ১৫ জানুয়ারি- ২০২১ তারিখে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি কবির আহমদ ফারুককে তাঁর ‘কার্যনির্বাহি সদস্যপদ’ ও ‘সাধারণ সদস্যপদ’ থেকে আজীবনের জন্য বহিস্কার করে এবং তা’ গণহারে বিলি করে আসামীরা৷

চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র বর্তমান- সভাপতি ও সাধারণ সম্পাদক অদূর ভবিষ্যতে প্রেসক্লাবে অপ্রতিদ্বন্দ্বি সভাপতি বা কর্ণধার হবে ভেবে তাদের মদদ পুষ্ট সাংবাদিক নামধারী ব্যক্তিগণ কবির আহমদ ফারুকের সাংবাদিকতার সুনাম ও গ্রহণযোগ্যতার প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করে জালিয়াতি ও মানহানির এই ঘটনা সংগঠিত করেছেন বলে অভিযোগ সূত্রে জানাগেছে৷
এই ঘটনায় আসামীদের বিরুদ্ধে জালিয়াতি ও পঞ্চাশ লক্ষ টাকার সমপরিমান মানহানি মামলা দায়ের করা হয়৷

রোববার (১৩ ফেব্রুয়ারি ২০২২) জালিয়াতি ও মানহানির এই মামলা গ্রহণযোগ্যতা শুনানীকালে ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের সত্যতা যাচায়ের জন্য নোয়াখালীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর ওপর তদন্তভার ন্যাস্ত করে ১৪ ফেব্রুয়ারি ২০২২ আদেশনামা প্রকাশ করেন, অত্র আদালতের বিচারক কাজী সুনিয়া আক্তার৷ এর পর পিবিআই এর কর্মকর্তা
বাদীর পক্ষে মামলাটি পরিচালনা করেন, বিজ্ঞ আইনজীবী এ, কে, এম সাইফুদ্দিন তরুন৷

এ মামলার বিষয়ে জানতে চাইলে- বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী এ, কে, এম সাইফুদ্দিন তরুন বলেন, জালিয়াতির আশ্রয়ে বাদীর ‘সদস্যপদ’ খারিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁর ‘সদস্যপদ’ পুনর্বহাল করার মানসে ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’র সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদককে (১৯ ডিসেম্বর-২০২১) প্রথম লিগ্যাল নোটিশ প্রেরণ করেছেন৷ নোটিশের জবাব দিলেও তারা অভিযোগ সমূহের কোনো কপি দেননি এবং সদস্য পদও পুনর্বহাল করেননি৷ সর্বশেষ দশ দিনের সময় দিয়ে ১১ জানুয়ারি ২০২২ চুড়ান্ত লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়৷ নোটিশ গ্রহণ করেও জবাব না দেয়ায় মামলাটি দায়ের করা হয়েছে৷

বাদী এজাহারে আরো উল্লেখ করেছেন যে, লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে তাঁর কতেক সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে বিগত ২০১০ইং সনে ‘চন্দ্রগঞ্জ প্রেসক্লাব’ প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে সুনামের সাথে প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন৷

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..