জগন্নাথপুরে ৩০ লিটার চোলাই মদ সহ মাদক ব্যাবসায়ী সাধু(৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়ার দিক নির্দেশনা অত্র থানার এসআই রফিজুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ৪ঠা মার্চ দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা মাদক ব্যবসায়ী মো. সাদেক মিয়া ওরফে সাধু(৪৫)কে করেন। এসময় গ্রেপ্তারকৃত ব্যক্তির বসত ঘর থেকে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এব্যাপারে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ৫ ই মার্চ সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ ইমতিয়াজ ভূইয়া বলেন, ৩০ লিটার চোলাই মদ সহ সাদেক মিয়া ওরফে সাধু(৪৫) কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা রুজু হয়েছে। এবং তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...