জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির ঘটনার মামলায় আওয়ামীলীগ নেতা আমিন (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৭ শে ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে নিবাসী মৃত মোঃ আবু খালেদ এর ছেলে কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এর ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ১৯ শে নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর বাদী হয়ে মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অন্যদিকে এই মামলায় তিন আসামী জামিনের জন্য আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত এর বিজ্ঞ বিচারক।
হুমায়ূন কবীর ফরীদি, বিষয় প্রতিনিধিঃ
আপনার মন্তব্য প্রদান করুন...