সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা “আমিন” গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথপুরে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও চুরির ঘটনার মামলায় আওয়ামীলীগ নেতা আমিন (৫৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা ও আদালত সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ২৭ শে ডিসেম্বর রোজ শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামে নিবাসী মৃত মোঃ আবু খালেদ এর ছেলে কলকলিয়া ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৮ শে ডিসেম্বর রোজ শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন বলেন, আওয়ামী লীগ নেতা আমিন উদ্দিন (৫৫)কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ এর ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিগত ১৯ শে নভেম্বর জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর নূর বাদী হয়ে মীরপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও চুরির অভিযোগ এনে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সহ আওয়ামী লীগের ৪৯ জন নেতাকর্মীর নামে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এই মামলায় ছয় জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অন্যদিকে এই মামলায় তিন আসামী জামিনের জন্য আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত এর বিজ্ঞ বিচারক।

 

হুমায়ূন কবীর ফরীদি, বিষয় প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..