জগন্নাথপুরে ৯ জুয়াড়ী, ১ পলাতক ও এজাহার নামীয় এক আসামী সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান এর দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও ওসি তদন্ত মোঃ জয়নাল হোসেন এর নেতৃত্বে অত্র থানার এসআই মোহাম্মদ সাকিব হোসেন, এসআই মোঃ লুৎফর রহমান, এসআই শাহ আলম, এসআই ইসমাইল মিয়া, এএসআই মোঃ আব্দুল কাইয়ূম, এএসআই মোঃ হুমায়ূন কবির বাহার এবং এএসআই মোঃ জাহাঙ্গীর আলম মজুমদার সঙ্গীয় সহ একদল পুলিশ ২১ শে জানুয়ারী দিবাগত রাতে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় উপজেলার মোজাহিদপুর গ্রাম নিবাসী মৃত মছদ্দর মিয়ার ছেলে আহাদ মিয়া (৩৮), মৃত আফিজ উদ্দিন এর ছেলে মোঃ আমির হোসেন (৪০), রমাতিপুর গ্রাম নিবাসী মৃত ইসকার আলীর ছেলে সাহানুর (৪৫), কিশোরপুর গ্রাম নিবাসী তছদ্দর আলীর ছেলে নজমুল ইসলাম (৫৫), কুবাজপুর গ্রাম নিবাসী তইফ উল্লাহর ছেলে আহাদ মিয়া (৫৪), মৃত কাছাই মিয়ার ছেলে সাইদ মিয়া (৪০), মৃত সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৬), মৃত কনাই মিয়ার ছেলে মোঃ ছয়দুল ইসলাম (৪০), ও মৃত মোছাদ্দর আলীর ছেলে আলী আহমদ (৩০) কে গ্রেপ্তার করার পাশাপাশি জুয়া খেলার সামগ্রী ০১টি পুরাতন ছেড়া পাটি, খ. ০১টি পুরাতন চাদর, গ. ১০৪ পিস তাস, ঘ. নগদ ১৪,২৪৫/- টাকা উদ্ধার করেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়েছে ( মামলা নং- ১২, তারিখ- ২১/০১/২০২৫ খ্রিঃ, ধারা- The Public Gambling Act,1867 এর 3/4)। এবং আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর দক্ষিণ পাড়া নিবাসী মৃত দিলদার মিয়ার ছেলে আবুল কাসেম(৪০)কে গ্রেপ্তার করেছেন( সিআর- ১৪০/২৪ (জগঃ)।
এদিকে একই তারিখে সুনামগঞ্জের পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম এর দিক নির্দেশনায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন, এর নেতৃত্বে অত্র থানার এসআই মোঃ শফিকুল ইসলাম সহ একদল পুলিশ জগন্নাথপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রৌডর গ্রাম নিবাসী মৃত সুরুক মিয়ার ছেলে মিছবাহ আহমদ (২৮) কে গ্রেপ্তার করেন( জগন্নাথপুর থানার মামলা নং- ১৩, তারিখ- ২২/০১/২০২৫ খ্রিঃ, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬ (২) পেনাল কোড)। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২২ শে জানুয়ারী সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
এবিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন।
আপনার মন্তব্য প্রদান করুন...