সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

জগন্নাথপুর এর সামী’র পুলিশ সুপার পদে পদোন্নতি, এলাকায় আনন্দ-উল্লাস

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

জগন্নাথপুর এর কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই প্রাপ্তে এলাকার সর্বস্তরের জনসাধারণ এর মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে।

পারিবারিক সুত্রে জানাগেছে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর মল্লিকপাড়া নিবাসী মল্লিক মঈন উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়েছেন। বিগত ১৮ ই ডিসেম্বর রোজ বুধবার রাষ্ট্রপতির  আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চৌকস এই পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত পুলিশ সুপার মর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বর্তমান পাবলিক প্রসিকিউটর(পিপি) জেলা বিএনপির সদ্য সাবেক সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলার  সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর সৈয়দপুর মল্লিকপাড়া গ্রামের বাসিন্দা মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল এর জৈষ্ঠ্য পুত্র মল্লিক আহসান উদ্দিন সামী ১৯ ৮৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি সুনামগঞ্জের দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসা থেকে আলিম ও দালিখ শেষ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন বিভাগে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করেন। এরপর ২৮ তম বিসিএস—এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন। তাঁর স্ত্রী সৈয়দা সুমাইয়া ইফা পেশায় একজন চিকিৎসক।
দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষে জগন্নাথপুরের কৃতি সন্তান মল্লিক আহসান উদ্দিন সামী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করায় নিজ উপজেলায় আত্মীয়—স্বজন ও বন্ধুমহলে আনন্দের ঝড় বইছে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিচ্ছেন অনেকেই।
মল্লিক আহসান উদ্দিন সামীর বাবা সিনিয়র আইনজীবী মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল নিজের অনূভুতি প্রকাশ করে দৈনিক অর্থদৃষ্টি পত্রিকাকে বলেন, আমি আমার সন্তানদের সর্বদা সৎ পথে থেকে নিজের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন সহ মানব সেবার শিক্ষা দিয়ে যাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর আমার ছেলের পদোন্নতি হয়েছে। আমি বিএনপি রাজনীতি করায় এতো দিন তাঁকে পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছিল। সবার কাছে আমার সন্তানদের জন্য দোয়া কামনা করছি।
উল্লেখ্য, এডভোকেট  মল্লিক মোহাম্মদ মঈন উদ্দিন সোহেল তিন ছেলে ও এক মেয়ের জনক। মেয়ে মল্লিক সাহিদা বেগম লিনা স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করছেন। পেশায় তিনি একজন শিক্ষিকা। দ্বিতীয় ছেলে মল্লিক শামসুদ্দিন জামী সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। এবং ছোট ছেলে মল্লিক ওয়াসি উদ্দিন তামী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্ব সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছেন।

 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..