সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:০৭ পূর্বাহ্ন

ডাকাত সর্দার “কুদ্দুস” দেশীয় আগ্নেয়াস্ত্র সহ সেনাবাহিনীর খাঁচায় বন্দী

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

পাগলা -জগন্নাথপুর -আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কুদ্দুস (৪৫) কে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র -শস্ত্র সহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টিম। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

থানা, আদালত, স্থানীয় ও সেনাবাহিনী সুত্রে জানাযায়, বিগত ২২ শে জানুয়ারী দিবাগত রাত প্রায় ১২ টা ৩০ মিনিটের সময় পাগলা- জগন্নাথপুর – আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর ছাতক উপজেলা অংশে কোন্দানালা ব্রীজ ও দাড়াখাই ব্রীজ এলাকায় সড়কের উপর গাছ ফেলে দেশীয় অস্ত্র -শস্ত্রে সজ্জিত ২০/২৫ জনের একটি ডাকাত দল সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী বাসে ডাকাতি করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব বিন আহমেদ (৪২ বীর )এর নেতৃত্ব সেনাবাহিনীর টহল টিম এবং যৌথ বা‌হিনী ৩১ শে জানুয়ারী দিবাগত রাত প্রায় ১১ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে এই জেলার জগন্নাথপুর উপজেলার সীমান্তবর্তী ও ছাতক উপজেলাধীন সীমান্তবর্তী ভাতগাঁও ইউনিয়নের অন্তর্ভুক্ত হায়দর পুর গ্রামের হাজী ইদাজুল্লাহ ওর‌ফে তা‌হির উল্লার পুত্র ডজনখানেক ডাকাতি মামলার পলাতক আসামী আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল কুদ্দুস (৪৫) কে তার নিজ বা‌ড়ি থে‌কে অস্ত্র-শস্ত্র সহ তা‌কে গ্রেপ্তার করেন। এ সময় তার বাড়িতে তল্লাশি চা‌লি‌য়ে ১টি দেশীয় তৈরি পাইপ গান,ড্যামি হ্যান্ডকাপ ১টি,চাইনিজ চাপাতি ২ টি,ছুড়ি-২ টি,বল্লম-১ টিসহ মালামাল জব্দ করেন। এবং ১ লা ফেব্রুয়ারী রোজ শনিবার সকা‌লে সেনাবাহিনী গ্রেপ্তারকৃত ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস (৪কে ছাতক থানায় হস্তান্তর করলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে ছাতক থনার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিব‌রিয়া হাসান দৈনিক অর্থ দৃষ্টি পত্রিকাকে ব‌লেন,আন্তঃজেলা ডাকাত সর্দার আব্দুস কদ্দুস(৪৫) এর নেতৃ‌ত্বে পাগলা – জগন্নাথপুর- আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে রাতের আধারে রাস্তায় গাছ ফে‌লে ছাতক এলাকা অংশে যাত্রীবাহী যানবাহনে ডাকা‌তির ঘটনা ঘ‌টে‌ছিল। এই ঘটনার সাথে আব্দুল কুদ্দুস এর সংশ্লিষ্টতা রয়েছে। তার বিরু‌দ্ধে সি‌লেট কোতোয়ালি , সুনামগঞ্জ , জগন্নাথপুর, ছাতক,দোয়ারাবাজার ও শা‌ন্তিগঞ্জ থানা সহ বি‌ভিন্ন থানায় একডজন মামলা রয়েছে। সে এসব মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামী । তার নিজ না‌মেই এক‌টি ডাকাত বা‌হিনী র‌য়ে‌ছে ব‌লে এলাকাবাসী নি‌শ্চিত ক‌রে‌ছেন। তাকে ১ লা ফেব্রুয়ারী রোজ শ‌নিবার দুপু‌রে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে সুনামগঞ্জ আদাল‌তে প্রেরন করা হ‌য়। আদাল‌তের বিজ্ঞ বিচারক তা‌কে কারাগা‌রে পাঠিয়েছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..