সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন

দুই পক্ষের সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ১৩

মোঃ সারোয়ার হোসেন অপু / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

নওগাঁর বদলগাছীতে বিচার করাকে কেন্দ্র করে বিনামিনের সাথে মতিন, আতিকের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ইমরুল (৫০) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিকেলে থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল মঙ্গলবার ১১ই ফেব্রুয়ারি বিকেলে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, , প্রেমের ঘটনা নিয়ে বিচার করা কে কেন্দ্র করে গতকাল ১১ই ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ডাঙ্গিসাড়া গ্রামের কীটনাশক ব্যবসায়ী বিনামিন (৩০) এর সাথে মতিন (২০) ও আতিকের (২০) সাথে ডাকবাংলো মোড়ে কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে বিনামিন (৩০) ও বিনামিনের ভাই মতিন (২০) ও আতিক (২০) কে মারধর করে। পরবর্তীতে মতিন এবং আতিক দলবল বেঁধে এসে বিনামিনকে (৩০) মারধর করে। বিনামিন (৩০) কে মারধর করেছে এমন খবর পেয়ে বিকাল ৪টার দিকে বিনামিনের পরিবারের স্বজনেরা এসে মতিন ও আতিককে খুঁজতে থাকে। এক পর্যায়ে আতিকের খোঁজে আতিকের বাড়ি পর্যন্ত যায়।
বিনামিনের লোকজন থানায় বিষয়টি নিয়ে যায় ফেরার পথে উপজেলা মন্দিরের সামনে আতিকের বন্ধু মোস্তাকিম (২০) কে পেলে বেরধক মারধর করে। মহুর্তেই ডাকবাংলো মোড় রণক্ষেত্র তৈরী হয়। খবরপেয়ে থানাপুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১৩ জন আহত হয়। উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। বিনামিনের পরিবারের ইমরুল (৫০) কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জন কে চিকিৎসা দিয়েছি। ১ জন কে রেফার্ড দেওয়া হয়েছে। আব্দুল মতিন বলেন, আমি এবং আতিক বিনামিনের সাথে কথা বলতে গেলে। বিনামিন এবং তার ভাই ইমরুল কায়েস আমাদের মারধর শুরু করেন। আমরা এর সুষ্ঠ বিচার চাই। বিনামিনের সাথে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহজাহান আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..