সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৭:১৮ পূর্বাহ্ন

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এঘটনায় রুপালী বেগমের স্বামী পলাশ প্রামানিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবর মোজাম্মেল হক (৩২) তার স্ত্রী আফরোজা (২৫),বাবা রশেদ আলী (৬৫)ও মা মরিয়ম বেগমকে(৬০) গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার সময় কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পাঁচটায় রুপালী বেগম মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯ টার দিকে দুই ভাই এর স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।একপর্যায় দুই ভাই ও তাদের বাবা- মা ঝগড়ায় জড়িয়ে পড়ে। দুই ভাই এর মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবীকে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত পাঁচটার দিকে রুপালী বেগম মারা যায়।

ওসি বলেন, এঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..