সংবাদ শিরোনাম :
 “২৫ আগস্টের মধ্যে নিজ খরচে সাদাপাথর ফেরত দিন, নইলে কঠোর আইনি ব্যবস্থা” — জেলা প্রশাসকের হুশিয়ারি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১০ তারেক রহমানের শুদ্ধি অভিযানে আলোড়ন : সিদ্ধিরগঞ্জে পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক জুয়েল রানা ‎বগুড়ায় ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয় ‎ ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‎বগুড়া শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা শুরু হচ্ছে সীমানা নির্ধারণের শুনানি, নারায়ণগঞ্জ তিন আসনসহ পরিবর্তন আনা হয়েছে ৩৯টি ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

দেশের বিভিন্ন মাজারে হামলার প্রতিবাদে আজ ফতুল্লায় মানববন্ধন।

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

ফতুল্লায় মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী মাজার ও দরবারসমূহে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ফতুল্লার দক্ষিন সেহাচর হাজী বাড়ী মোড়ে মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীনের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় অনেকেই মাজারে হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।

মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, ‘এদেশে নবী রাসুলগণ আসেননি। কিন্তু নবী রাসুলগণের ওয়ারিশ হিসেবে আদি যুগে পীর মাশায়েখগণ এই দেশের মাটিতে পা রেখেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছে। মানুষকে ইসলামের সৌন্দোর্য্য এবং আদর্শে আকৃষ্ট করে ইসলাম প্রচার করেছে। আজ তাদের মাজারে হামলা করে যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে- তারা কারা! তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদেরকে সফল হতে দেয়া যাবে না। ধর্মপ্রাণ মানুষেরা তাদের প্রতিহত করবে। আমরা শান্তি চাই এবং শান্তিতে বিশ^াসী। তাই এখনো শান্তিপূর্ন ভাবে অবস্থান নিয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি আর একটি মাজারেও হামলা হয়, তাহলে এর পরিনাম ভালো হবে না। মাজার ব্যবহার করে যারা ব্যবসা করে কিংবা অনৈতিক কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে, কিন্তু যারা নিজেরাই আইন লঙ্ঘন করছে, তাদেরকে পুলিশ প্রশাসন কেন আইনের আওতায় নিয়ে আসছে না, আমরা সেই প্রশ্ন রাখছি। পাশাপাশি মাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..