ফতুল্লায় মাজারে হামলার প্রতিবাদে মানববন্ধন
বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী মাজার ও দরবারসমূহে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে শান্তিপূর্ন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা ফতুল্লার দক্ষিন সেহাচর হাজী বাড়ী মোড়ে মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীনের নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন মসজিদের মুসল্লিরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। এসময় অনেকেই মাজারে হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন।
মোহাম্মদীয়া হোসাইনিয়া চিশতিয়া মুজাদ্দেদীয়া দরবার শরীফের গদিশীন পীর জয়নাল আবেদীন তার বক্তব্যে বলেন, ‘এদেশে নবী রাসুলগণ আসেননি। কিন্তু নবী রাসুলগণের ওয়ারিশ হিসেবে আদি যুগে পীর মাশায়েখগণ এই দেশের মাটিতে পা রেখেছেন এবং ইসলামের দাওয়াত দিয়েছে। মানুষকে ইসলামের সৌন্দোর্য্য এবং আদর্শে আকৃষ্ট করে ইসলাম প্রচার করেছে। আজ তাদের মাজারে হামলা করে যারা দেশকে অস্থিতিশীল করে তুলছে- তারা কারা! তাদের উদ্দেশ্য ভালো নয়। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছে। তাদেরকে সফল হতে দেয়া যাবে না। ধর্মপ্রাণ মানুষেরা তাদের প্রতিহত করবে। আমরা শান্তি চাই এবং শান্তিতে বিশ^াসী। তাই এখনো শান্তিপূর্ন ভাবে অবস্থান নিয়েছি এবং প্রতিবাদ জানাচ্ছি। যদি আর একটি মাজারেও হামলা হয়, তাহলে এর পরিনাম ভালো হবে না। মাজার ব্যবহার করে যারা ব্যবসা করে কিংবা অনৈতিক কার্যকলাপ করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে, কিন্তু যারা নিজেরাই আইন লঙ্ঘন করছে, তাদেরকে পুলিশ প্রশাসন কেন আইনের আওতায় নিয়ে আসছে না, আমরা সেই প্রশ্ন রাখছি। পাশাপাশি মাজারে হামলা, ভাংচুর ও লুটপাটের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।’
আপনার মন্তব্য প্রদান করুন...