সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে ‎গোলাম ফারুক খোকনকে বিএসটিএমপিআইএ’র সভাপতি নির্বাচিত রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ অনুষ্ঠিত নব্য বিএনপি সাজা ‘মডেল মাসুদের’ দৌরাত্ম্যে ক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা, নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ-অসন্তোষ চরমে বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ নয়: সাদ্দাম র‍্যাবকে লক্ষ করে সন্ত্রাসীর ছোড়া গুলিতে গুলিবিদ্ধ তরুণী একে একে পাঁচছাত্রকে বলাৎকার, চার মাতব্বরের মাতব্বরিতে ৪ লাখ টাকায় মিমাংসা  সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি পরিবহণে অগ্নিসংযোগ, ৪০ জনকে আসামি করে মামলা আগামীকাল কখন শুরু হবে রায় ঘোষণা : যা জানা গেলো  ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে আগুন ফতুল্লায় যুবদল নেতা বডি রতনকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদ — সত্য যা উঠে এলো
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০১:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১৪৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

 

নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রাজবাড়ি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে।

প্রসঙ্গত: গত ৩০ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের জেলা ডিসি হিসেবে বদলি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হককে মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলি করা হয়।

কিন্তু ৬ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বদলির আদেশ বাতিল করে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৩০-১২-২০২৪ তারিখের স্মারকে মোঃ তৌফিকুর রহমানকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া হতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণঞ্জ এবং মোহাম্মদ মাহমুদুল হককে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণঞ্জ হতে প্রত্যাহারপূর্বক মহাব্যবস্থাপক (উপসচিব) জীবন বীমা কর্পোরেশন হিসেবে বদলির আদেশে তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু এতদ্বারা বাতিল করা হলো।’

প্রসঙ্গত, ২০২৩ সালের ১০ জুলাই মঞ্জুরুল হাফিজের বদলীর পর নারায়ণগঞ্জের ডিসি হিসেবে নিয়োগ পান মোহাম্মদ মাহমুদুল হক। একই বছর ২৭ জুলাই থেকে তিনি এ জেলার ডিসি হিসেবে দায়িত্ব গ্রহন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..