সংবাদ শিরোনাম :
নদীতে পড়ে নিখোঁজ হওয়া জেলের মরদেহ পাঁচদিন পর উদ্ধার  বগুড়া-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী তৌহিদুল আলম মামুনের গণসংযোগ বগুড়ার ৭টি আসনে বিএনপির এমপি প্রার্থীদের ‎সবুজ সংকেত পেলেন যারা মদনপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান: ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যান: এড. টিপু নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান ‎ফতুল্লায় ভূয়া সাংবাদিকের অপকর্মে বিপাকে পেশাদাররা নারীরা পিছিয়ে থাকলে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : বাবুল সাংবাদিকদের কলম থামিয়ে সাংবাদিকদের হত্যা ও গুমের শিকার হতে হয়েছে: এড. টিপু মা-বোনদের যে দুঃখ–দুর্দশা রয়েছে, ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন হলে তা আর থাকবে না: দিলারা মাসুদ ময়না রূপগঞ্জে নির্মিত এশিয়ান হাইওয়ে সড়কের বালু অবাধে চুরি
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২০ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি ও সরদারবাড়ি এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা। অভিযানে সহায়তা করে জল, অবৈধ সংযোগ ও বিআরটিএ অপারেশন (জোবিঅ) নারায়ণগঞ্জ টিম।

অভিযান চলাকালে বিভিন্ন শিল্প কারখানা ও আবাসিক ভবনে অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম।
জব্দকৃত মালামালের মধ্যে ছিল আনুমানিক একশ পঞ্চাশ ফুট হুজ পাইপ, দুটি গ্যাস টানার মেশিন এবং কয়েকটি বার্নার। কারখানা অনুযায়ী জরিমানা ও পদক্ষেপের মধ্যে রয়েছে আয়ান স্টিল কিং (খানাটুলি কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও দুইশ ঘনফুট) মোট পাঁচশ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় পঞ্চাশ হাজার টাকা। রক্স টাইগার (কয়েল কারখানা): হিট চেম্বার দুটি (তিনশ ও তিনশ ঘনফুট) মোট ছয়শ ঘনফুট। জরিমানা ধার্য করা হয় এক লক্ষ টাকা।

আবাসিক বাড়ি (অবৈধ সংযোগ): মোট চুলার সংখ্যা চুয়ান্নটি ডাবল বার্নার, আনুমানিক এক হাজার একশ চৌত্রিশ ঘনফুট। মালিকপক্ষ অনুপস্থিত থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। সব মিলিয়ে দুটি প্রায় দুই হাজার দুইশ চৌত্রিশ ঘনফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন থেকে সম্পূর্ণভাবে কিলিং করা হয়। মোট জরিমানার অর্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা। ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন, অবৈধভাবে গ্যাস ব্যবহার করা রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও জনস্বার্থবিরোধী কার্যক্রম। এসব অবৈধ সংযোগের কারণে সাধারণ গ্রাহকরা ভোগান্তিতে পড়ছেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে তিতাস গ্যাসের টেকনিক্যাল টিম, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..