সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

না.গঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান: আ.লীগ নেতাসহ ৫৩ জন গ্রেপ্তার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ৯ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও জাপা নেতাসহ ৪৪ জনসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৯ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ৪৪ জনসহ মোট ৫৩ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৯ জন গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন যুবলীহের সাবেক সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের সহযোগী যুবলীগের সক্রিয় সদস্য মো. রিফাত (২৩), বন্দর ইউনিয়ন পৌর যুবলীগের সেক্রেটারী কাজী জহিরুল ইসলাম (২৫), রূপগঞ্জ আওয়ামী লীগ কর্মী মো. মামুন মিয়া (২৯), মো. ইউনুস আলী (৪৫), আড়াইহাজার আওয়ামী লীগ কর্মী মোহেল (৪৫), মান্নান ওরফে মুন্না (৩৮), আড়াইহাজার ব্রা‏হ্মন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লাক মিয়া (৫৫), সোনারগাঁও থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন (২৯) ও সোনারগাঁও থানা আওয়ামী লীগের সক্রিয় কর্মী শাহ আলাম (৫০)।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..