মৌলভীবাজারের নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান অসুস্থ জনিত কারণে সিলেট এমজি ঔসমানী হাসপাতাল ভর্তির খবর শুনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ও কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এর নির্দেশে আজ দেখতে ও খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে আসেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক মুফিজুর রহমান নাহিদ ও সাদা পাথর নিউজ ডটকম এর সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার দৈনিক খবরপত্র প্রতিনিধি নির্যাতিত সাংবাদিক আব্দুল বাছিত খান ফের সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রায় ৩ বছর যাবত ডান হাত দিয়ে কিছু খেতে পারেন না, স্বাভাবিক জীবন যাপন নেই অনেক কষ্ট করে দিনপাত কাটাচ্ছেন। চিকিৎসকের পরামর্শে আবারো সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি হয়েছেন,ডান হাতে অপারেশন করতে হবে। আগামি সকাল ৭ঘটিকায় অপারেশন সম্পুন্ন হবে।তার সুস্থতার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করছি।
উল্লেখ্য: সংবাদ প্রকাশের জেরে ২০২২ সালের ১৩ আগস্ট কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কতিপয় বিপথগামী স-ন্ত্রাসীরা তাকে হ-ত্যার উদ্যেশ্যে কুপিয়ে জখম করে মৃত ভেবে ফেলে যায়। এরপর থেকে পঙ্গু অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন, ধারাবাহিক চিকিৎসা নিচ্ছেন।
দেশ বিদেশের সকলের কাছে পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...