পাইকগাছা থানার চৌকস দক্ষ অফিসার ইনচার্জ সবজেল হোসেনের দিকনির্দেশনায় পুলিশের অভিযানে ১০০ টি ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। বুধবার রাত একটার দিকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং ১৫। বৃহষ্পতিবার সকালে গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সাদ্দাম হোসেন জানান, পাইকগাছা পৌরসদরের আল-মদিনা মার্কেটের সামনে রাত ১ টার দিকে মাদক বিকিকিনি হচ্ছে এমন সংবাদ পাই। সহকারী উপ-পুলিশ পরিদর্শক মুনজুরুল ইসলামকে সাথে নিয়ে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর সময় কক্সবাজারের রামুর কালিয়া মোরা এলাকার মৃত্যু জানে আলমের পুত্র হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে প্যান্টের পকেট থেকে ১০০ টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, গোপন সংবাদে ভিত্তিতে ১০০ টি ইয়াবা বড়ি সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিকে বৃহষ্পতি বার সকালে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোঃ খোরশেদ আলম,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...