জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন গণসংযোগ করেছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন।
এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। গণসংযোগকালে তিনি বলেন, “জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”
তৌহিদুল আলম মামুন বর্তমানে বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধুনট উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গণসংযোগে অংশ নেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিএস মুনজিল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি বনি আমিন, চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম দুলাল, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সহ-সভাপতি বেল্লাল হোসেন ও বাবলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান লিটন, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, জিন্নাহুর রহমান রাকিব, মোহাম্মদ বিপ্লব, আরিফ, মোজাফফর হোসেন, আঃ সালাম, শফিকুল ইসলাম, হায়দার আলী, আলতাফ হোসেন, যুবদলের নেতা তারিকুল ইসলাম, বাচ্চু, পরশ খান, পৌর ছাত্রদল নেতা মিশন, ধুনট সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল, জালশুকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল, চিকাশী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু শেখ, চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা লিমন, রাতুলসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় নেতাকর্মীরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, ভবিষ্যতে এ.কে.এম. তৌহিদুল আলম মামুন বিএনপির দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করবেন।
আপনার মন্তব্য প্রদান করুন...