বগুড়ায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় নওগাঁ-বগুড়া সড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জোয়ালমাঠা এলাকার জিয়াউর রহমানের ছেলে নেওয়াজ (২০), ডিমশহর কিংকাই এলাকার আব্দুর রহমানের ছেলে হোসাইন (১৯) এবং কাহালু উপজেলার কাজিপাড়া এলাকার মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।
সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, রোববার রাতে তিন বন্ধু যুবক মোটরসাইকেলযোগে নওগাঁ বাণিজ্য মেলা থেকে দুপচাঁচিয়া ফিরছিলেন। পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আলু বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে। এঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘দুর্ঘটনার পর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’
আপনার মন্তব্য প্রদান করুন...