সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

বগুড়া শেরপুরে চারটি ব্যাটারীসহ অটোরিক্সা উদ্ধার ও গ্রেফতার ৪

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৭২ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়া শেরপুর থানার মামলা নং-১, তাং-০১/০২/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৯/২৫, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০। মামলার বাদী অত্র মামলার বাদী পেশায় একজন অটোরিক্সা চালক। প্রতিদিনের ন্যায় গত ১৯/০১/২০২৫ খ্রিঃ দুপুর অনুমান ০২.০০ ঘটিকার সময় বাদী নিজ বাড়ী হইতে খাবার খাইয়া তাহার ০৪টি ব্যাটারী সংযুক্ত অটোরিক্সা নিয়ে বাড়ী হইতে বাহির হয়। একই তারিখ রাত্রি অনুমান ১০.৩০ ঘটিকার সময় শেরপুর থানাধীন ০৪নং খানপুর ইউপির অন্তর্গত গজারিয়া গ্রামস্থ রাস্তার সুইচ গেইট ব্রীজের নিকট তাহার অটোরিক্সাটি রাখিয়া প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। একই তারিখ রাত্রি অনুমান ১০.৩৫ ঘটিকার সময় বাদী বর্ণিত ঘটনাস্থলে আসিয়া দেখিতে পান যে, তাহার অটোরিক্সাটি চুরি হয়ে গিয়েছে। পরবর্তীতে বাদী তাহার চুরি যাওয়া ০৪টি ব্যাটারী সংযুক্ত অটোরিক্সাটি গাড়ীটি খোঁজাখুজি করিয়া না পাইয়া থানায় আসিয়া অত্র মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর আলম মামলাটি তদন্তভার গ্রহন করিয়া বিশ্বস্ত সোর্স এর মাধ্যমে জানতে পারেন যে,  শেরপুর থানাধীন মহিপুর কলোনী মাদরাসার সামনে একটি অটোরিক্সা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে তিনি বর্ণিত স্থানে উপস্থিত হইয়া বাদীর সনাক্ত মতে তাহার চুরি যাওয়া অটোরিক্সা, যাহার মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধার পূর্বক ইং-০১/০২/২০২৫ তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন। উপস্থিত লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে এবং সোর্সের দেওয়া তথ্য ও পর্যাপ্ত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে ঘটনার সহিত জড়িত থাকায় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু ১। তুহিন বাবু (১৬), পিতা-স্বপন মন্ডল, মাতা-তানিয়া বেগম, সাং-মহিপুর বাজার, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে তাহার নিজ বসত বাড়ী হইতে গ্রেফতার করেন। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করিলে আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তুহিন বাবু জানায় যে, উক্ত তুহিন বাবু সহ আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ২।  মোঃ রাশেদুল ইসলাম @ রাতুল (১৬), পিতা-মোঃ বাবলু মিয়া, সাং-মহিপুর কলোনী, আইনের সহিত সংঘাতে জড়িত শিশু ৩। মোঃ শাহরিয়ার @ রুদ্র (১৬), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-মহিপুর কলোনী, ৪।মোঃ সোহান (২৫), পিতা-মোঃ আবুল কাশেম, সাং-মহিপুর কলোনী, সকলের থানা-শেরপুর, জেলা-বগুড়াসহ  আরো কয়েকজন পরষ্পর যোগসাজস করিয়া ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল হইতে বাদীর ০৪টি ব্যাটারী সংযুক্ত অটোরিক্সা চুরি করিয়াছে। কিন্তু অটোরিক্সাটি তাৎক্ষনিক ভাবে তাহারা বিক্রয় বা হস্তান্তর করতে না পারায় এবং ঘটনার বিষয়ে এলাকায় জানাজানি হওয়ায় উক্ত চোরাই অটোরিক্সাটি বর্নিত স্থানে ফেলে রেখে চলে যায় এবং ০৪টি ব্যাটারী তুহিন বাবুর হেফাজতে তার বাড়ীতে গোপনে লুকিয়ে রাখে। গ্রেফতারকৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তুহিন বাবু এর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া উক্ত তুহিন বাবু এর বসত বাড়ীর বসত ঘর হইতে বাদীর চুরি যাওয়ায় অটোরিক্সার ০৪টি ব্যাটারী, যাহার সর্বমোট মূল্য অনুমান ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধারপূর্বক ইং-০১/০২/২০২৫ তারিখ সকাল ০৭.১০ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং গ্রেফতারকৃত তুহিন বাবু এর দেওয়া তথ্য মতে অন্যান্য আসামীদেরকেও নিজ নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন। মামলার তদন্ত চলিতেছে। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু তুহিন বাবু এর বিরুদ্ধে ১। বগুড়া এর শেরপুর থানার ,এফআইআর নং-১৫, তারিখ- ১২ জুলাই, ২০২৪; জি আর নং-২৩৬, তারিখ- ১২ জুলাই, ২০২৪; সময়- রাত্রি ০৩.২০ ঘটিকা। ধারা-394 The Penal Code, 1860;  মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অন্যান্য জরিতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..