সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

বগুড়া শেরপুরে চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধার ও এক চোর গ্রেফতার

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বগুড়া শেরপুর থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া ভ্যানসহ এক চোরকে গ্রেফতার করেছেন।  জানা গেছে, বগুড়া জেলার শেরপুর থানার মামলা নং-২৭, তাং-২৮/০১/২০২৫ ইং, ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০। জিআর-২৭/২৫(শেরপুর)। মামলার বাদী মোঃ শাহ আলম এজাহারে উল্লেখ করেন যে, গত ২৮/০১/২০২৫ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৫.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি নিয়া বাড়ি হইতে বাহির হন। একই তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়িটি শেরপুর থানাধীন শাহবন্দেগী ইউপির অন্তর্গত দুবলাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ সাইফুল ইসলাম এর চা স্টলের পূর্ব পাশে পাকা রাস্তার ধারে রাখিয়া উক্ত চা-স্টলে চা খাইতে যায়। চা খাওয়া শেষে একই তারিখ ০৯.১০ ঘটিকার সময় বাদী তাহার অটো ভ্যান গাড়ি রাখার স্থানে গিয়া গাড়িটি দেখিতে না পাইয়া অনেক খোঁজাখুজি করিয়াও তাহার ভ্যান গাড়িটি পান নাই। বাদীর ধারনা অজ্ঞাতনামা চোর বা চোরেরা ঘটনার তারিখ ও সময়ে বর্নিত ঘটনাস্থল হইতে অটো ভ্যান গাড়িটি চুরি করিয়া নিয়া গেছে, যাহার মুল্য ৫৫,০০০/-(পঞ্চান্ন হাজার) টাকা। পরবর্তীতে বাদী থানায় এজাহার দায়ের করিলে সূত্রোক্ত মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ) মোঃ ময়নুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত করে ইং ২৯/০১/২০২৫ তারিখে সকাল ১০.৩০ ঘঃ অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা  চোর চক্রের দলনেতা মোঃ বাছেদ(৪০), পিতা-মৃত নাজির হোসেন, মাতা-মোছাঃ জাহানারা, সাং-গুয়াডলি, থানা-ধুনট, বর্তমান সাং-চকপোতা(বাগড়া), জনৈক তোফাজ্জলের বাড়ির ভাড়াটিয়া, থানা-শেরপুর, জেলা-বগুড়াকে তাহার বর্তমান ঠিকানা হইতে আটক করাসহ আসামীর দেখানোমতে শেরপুর থানাধীন ভবানীপুর ইউপির অন্তর্গত খলিশাগাড়ি গ্রামস্থ জনৈক মোঃ মোন্নাফ এর বসত বাড়ির উত্তর পাশে ফাকা জায়গা হইতে বাদীর চুরি যাওয়া অটো চার্জার ভ্যানগাড়িটি উদ্ধার করেন।এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..