মাদকমুক্ত সমাজ গড়তে মাদকবিরোধী অভিযানে বগুড়ার শেরপুর থানা পুলিশের অভিযানে গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছেন। জানা যায়, বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে, অবৈধ মাদকদ্রব্য ০১( এক) কেজি ৫০০( পাঁচশত) গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারি আটক , মামলা দায়ের এবং বিজ্ঞ আদালতে সোপর্দ। বগুড়া জেলার শেরপুর থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এসআই নিরস্ত্র মোঃ ময়নুল ইসলাম সঙ্গীয় এএসআই মোঃ হামিদুল ইসলাম, এটিএসআই মোহাম্মদ বদিউজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২৯ /০১/২০০২৫ তারিখ রাত্রি ১১.৪৫ ঘটিকার সময় শেরপুর থানাধীন দুবলগারি চকপোতা ১ নং ব্লগ এলাকায় অবস্থিত গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ ইউসুফ আলী (৬৫) পিতা মৃত জানিক শেখ এর বসত বাড়িতে গ্রেফতারকৃত আসামি নূর মোহাম্মদ (৭০) এর দখল ও হেফাজত হইতে ০১(এক) কেজি ৫০০( পাঁচশত) গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ০১। নূর মোহাম্মদ কাঞ্চিয়া(৭৮), পিতা মৃত ছানু ওরফে সানু ,সাং চর গোরকমন্ডল, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম ,০২। মোসা: বাকফুল খাতুন (৪৫), স্বামী মোঃ মোহাম্মদ ইউসুফ আলী ,০৩। মোঃ ইউসুফ আলী(৬৫) ,পিতা মৃত জানিক শেখ, উভয় সাং দুবলা গাড়ি চকপোতা, থানা শেরপুর ,জেলা বগুড়াদেরক আটক করে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক অদ্য ৩০/০১/২০২৫ তারিখে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম শফিক জানান গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...