সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশবাসীর প্রতি তারেক রহমানের শুভেচ্ছা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মশিউর রহমান রনির শুভেচ্ছা বার্তা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলহাজ্ব তৈয়বুর রহমানের শুভেচ্ছা বার্তা সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কানাইঘাট থানার ওসি মো:আব্দুল আউয়াল মায়ের দায়ের করা মামলায় ৮ বছরের শিশুর লাশ কবর থেকে উত্তোলন রূপগঞ্জে টেক্সটাইল মিলে আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উপলক্ষে সাংবাদিকদের সাথে স্বাস্থ্য কর্মকর্তার মতবিনিময় ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির প্রস্তুতি সভা নুরুল হক নুরসহ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির প্রস্তুতি সভা

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

শনিবার (৩০ আগস্ট) বাদ আসর বিকেল ৫টা ৩০ মিনিটে, সদর থানা বিএনপির নেতৃবৃন্দের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যৌথ আয়োজনে উক্ত সভার স্থান নারায়ণগঞ্জ মহানগর আয়ত্ত্বদিন আমলাপাড়া হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের নিচ তলায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি, মোঃ মাসুদ রানা। এবং সঞ্চালনা করেন ১২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সাইফুল ইসলাম বাবু।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি দেশের মানুষের কথা বলবেন ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই সংগঠন আজও জনগণের আস্থার প্রতীক। আমরা সবাইকে এক সঙ্গে নিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি সফল করার লক্ষ্যে আমরা হোসিয়ারী সমিতির সামনে জড়ো হবো, তাই সবাই সকাল ৯ টা ৩০ মিনিটের মধ্যে উপস্থিত থাকবেন এবং যার যেই ওয়াট ইউনিয়ন এবং উপজেলা থেকে প্রস্তুতি সভার নেতাকর্মী এবং সাধারণ মানুষকে উৎসাহিত করে নিয়ে আসবেন।

প্রধান বক্তার বক্তব্যে এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন,বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগঠন। সরকারের দমন-পীড়নের মধ্যেও আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য শুধু আনন্দের নয় এটি হবে গণতান্ত্রিক আন্দোলনের শপথ নেওয়ার দিন। প্রতিটি ইউনিট ও ওয়ার্ডের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণে র‌্যালির অনুষ্ঠানকে সফল করতে হবে।

প্রস্তুতি সভায় সদর থানা বিএনপি নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি উপলক্ষে সর্বোচ্চ সহযোগিতা এবং এই দিনকে ঘিরে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, ডা. মজিবুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি মোঃ মাসুদ রানা, বরকত উল্লাহ, হাবিবুর রহমান মিঠু, ফারুক হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, নাজমুল হক, সাইফুল ইসলাম বাবু, হিরা সরদার, ইকবাল হোসেন, গোগনগর বিএনপির সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মিয়াজী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
১৬নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক, মাহাবুব রহমান। মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ শিবলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে সকল নেতৃবৃন্দ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি সফল ও স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..