বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি দেশবাসীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) স্বাধীনতাকে সুসংহত করে বাংলাদেশের জনগণকে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। তার আদর্শ, ত্যাগ ও কর্মই বিএনপিকে আজ দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত করেছে। বিএনপি গণতন্ত্র, জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামের নাম। এই দলের হাত ধরেই এদেশে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।”
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন এবং গণতন্ত্রের প্রতীক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রনি বলেন,
“আজকের তরুণ প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে। যুবদল সেই পরিবর্তনের অগ্রভাগে থেকে দেশের মানুষকে মুক্তির পথে নেতৃত্ব দেবে। দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।”
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি আরও বলেন,
“বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়ার ত্যাগ আর দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বই আমাদের শক্তি। নারায়ণগঞ্জ যুবদল সবসময় মাঠে ছিল, আছে, থাকবে। জনগণের অধিকার ফিরিয়ে আনতেই আমাদের সংগ্রাম।”
তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এ মাহেন্দ্রক্ষণে শহীদ জিয়া, দলের প্রতিষ্ঠার জন্য আত্মোৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে নির্যাতিত নেতা-কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান।
আপনার মন্তব্য প্রদান করুন...