বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
” মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন,টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ -২০২৫ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে ৩১শে আগষ্ট রোজ রবিবার দুপুর ১২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায় জগন্নাথপুর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মাতৃদুগ্ধ ও শিশু এবং মায়েদের পুষ্টিকর খাবার নিয়ে মতবিনিময় করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেষ রঞ্জন রায়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ডাঃ তানজিম হোসেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, সহ-সভাপতি মীরজাহান মিজান, জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর সহ-সভাপতি হুমায়ূন কবীর ফরীদি, সদস্য মুকিম উদ্দিন, সাংবাদিক আলী আজগর ইমন, আমিনুল হক শিপন, আলী জহুর, তৈয়বুর রহমান ও বাবুল কবির প্রমূখ।
আপনার মন্তব্য প্রদান করুন...