৫ নং উত্তর উপাদী ইউনিয়নবাসী ১৩ ই সেপ্টেম্বর বহরী আড়ং বাজারে একটি মাদক বিরোধী সমাবেশ করেন সেখানে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি সালেযহ আহমেদ স্যার এবং সর্বস্তরের সচেতন জনগণ।মাদক বিরোধী আন্দোলনের একটি কমিটি করা হয় সেখানে সেক্রেটারি করা হয় ভিক্টিম বোরহান বকাউলকে এবং কয়েকদিন আগে ডিঙ্গাভাঙ্গা বাংলা বাজারে মাদক ব্যবসায়ী জহিরের ১৬ কেজি গাঁজার চালান ধরা পড়ে তারই ধারাবাহিকতায় ০৭-০২-২৫ তারিখে বহরী আড়ং বাজারে একটি মাদকবিরোধী বিক্ষোভ মিছিল করা হয়,সেই ক্ষোভে মাদকবিরোধী আন্দোলনের সেক্রেটারি বোরহান বকাউলের উপর গতকাল চাঁদপুর আদালত প্রাঙ্গণের সামনে থেকে সন্ত্রাসী কায়দায় তুলে নিয়ে তাকে গুরুতর জখম করে চাঁদপুর চক্ষু হাসপাতালের সামনে ফেলে রাখে,এখন ভিক্টিম চাঁদপুর সদর হাসপাতালে ভর্তিরত অবস্থায় আছে।
আসামির পরিচয়ঃ
মাদক ব্যাবসায়ী,সন্ত্রাসী,চাদাবাজ জহির মিজি,
পিতার নামঃ মৃত ফজলুল হক
গ্রামঃ বহরী
উল্লেখ্য থাকে যে মাদক ব্যাবসায়ী জহির মিজির নামে ১৭টা মামলা চলমান।
আপনার মন্তব্য প্রদান করুন...