নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানা ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানী বাজার সংলগ্ন এলাকায় উঠান বৈঠক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন’ এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকের শুরুতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
তিনি বলেন,
আমরা আজ আপনাদের মাঝে এসেছি আমাদের জননেতা, দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ‘রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি নিয়ে। যদি আমরা এই ৩১ দফা বাস্তবায়ন করতে পারি এবং ইনশাআল্লাহ ক্ষমতায় আসতে পারি, তাহলে আমাদের মা-বোনদের যে দুঃখ–দুর্দশা রয়েছে, তা আর থাকবে না। তাই আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটি জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
এ সময় তিনি ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি লিপি আক্তারকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বলেন, সামনে যদি আমরা নির্বাচনে জয়লাভ করতে পারি, তাহলে আপনাদের যেকোনো সমস্যা বা প্রয়োজনে লিপি আক্তার আপনাদের পাশে থাকবে। আমরা মহানগর নেতৃবৃন্দ আছি লিপি আক্তারের পাশে। তাই আপনারা নিজেদের সমস্যা তাকে জানাবেন; লিপি আক্তারের মাধ্যমে আমরা আপনাদের সমস্যার সমাধান করব। আর আপনারা যারা মা-বোন আছেন, তাদের কাছে অনুরোধ আগামী নির্বাচনে যেন ভুলেও ধানের শীষের বিকল্প কাউকে ভোট না দেন।
এছাড়া কর্মসূচির অংশ হিসেবে ২৩ নম্বর ওয়ার্ডের মহিলা দলের নেতৃবৃন্দ ইস্পাহানী বাজারের বিভিন্ন দোকান, বাড়িঘর ও আশপাশের এলাকায় গিয়ে জনগণের মাঝে ‘৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির’ লিফলেট বিতরণ করেন। তারা এলাকার নারীদের কাছে লিফলেটের বিষয়বস্তু ব্যাখ্যা করেন এবং কর্মসূচি সম্পর্কে জানার আহ্বান জানান।
উঠান বৈঠক ও লিফলেট বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন ২৩ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি দীপালী আক্তার লিপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাহার সুলতানা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৮ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি বন্যা আক্তার, সাধারণ সম্পাদক সুমি আক্তার, ১৩ নং ওয়ার্ডের ঝুমা আক্তারসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
এছাড়াও নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের নেত্রীবৃন্দ এবং ১৩ নং ওয়ার্ডের অসংখ্য নেত্রী-কর্মী উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য প্রদান করুন...