রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের পিতা হাসান আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
হাসান আলীর অসুস্থতার খবরে নারায়ণগঞ্জ জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দলের নেতাকর্মীসহ সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর নেক হায়াত, দীর্ঘায়ু এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এদিকে, গোলাম ফারুক খোকন ও পরিবারের পক্ষ থেকেও দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...