আড়াই হাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শব্দর আলী-এর নেতৃত্বে প্রায় দুই হাজারের অধিক কর্মী-সমর্থকের বিশাল বহর নিয়ে যোগ দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এর ডাকে অনুষ্ঠিত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে।
শনিবার বিকেলে আড়াইহাজার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে তারেক রহমানের রাষ্ট্রসংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে এই জনসভা অনুষ্ঠিত হয়।
মোঃ শব্দর আলীর নেতৃত্বে বিশাল মিছিলটি স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের স্লোগান ও করতালিতে মুখরিত হয়ে ওঠে চারদিক।
স্থানীয় নেতাকর্মীদের মতে, যুবদলের এই শক্তিশালী অংশগ্রহণ প্রমাণ করেছে— আড়াইহাজারে বিএনপির প্রতি তরুণ প্রজন্মের আস্থা ও একাত্মতা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
নেতা শব্দর আলী বলেন, “মাহমুদুর রহমান সুমন ভাই হচ্ছেন আড়াইহাজারের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। যুবদল সবসময় তাঁর পাশে ছিল, আছে, থাকবে।”
র্যালি শেষে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে। তরুণদের উপস্থিতিতে যেন নতুন প্রাণ ফিরে পায় আড়াইহাজারের রাজপথ— যেখানে ভেসে উঠেছিল একটাই স্লোগান, “সুমনের নেতৃত্বে পরিবর্তনের পথে আড়াইহাজার!”
মোঃ শব্দর আলীর নেতৃত্বে এসময় আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি নুরুল ইসলাম, আড়াইহাজার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন সোহেল, আড়াইহাজার থানা তাতিদলের সভাপতি আনোয়ার হোসেন, আড়াইহাজার পৌর মৎস্যজীবী দলের সভাপতি জামান, সাধারণ সম্পাদক নবী হোসেন, দপ্তর সম্পাদক মনির হোসেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ রাসেল, আহাম্মদ চিশতি, আক্তার, আনোয়ারসহ বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী বৃন্দ।
আপনার মন্তব্য প্রদান করুন...