নারায়ণগঞ্জ সদর ও সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ। বৃহস্পতিবার (২০ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোড এলাকায় রাসেল ফার্মেসি নামে এক ঔষধের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদ উর্ত্তীণ ঔষুধ রাখার অপরাদে ১৫ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। এছাড়া রিতা ঔষধালয় ঔষধের মূল্য টেম্পারিং এবং এক্সপায়ার্ড, ইনসুলিনসহ অন্যান্য ঔষধ ফ্রিজিং অবস্থায় রাখার জন্যে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এদিকে শহরেও অভিযান চালায় ভোক্তা-অধিকার সংরক্ষণ। শহরে ২নং রেলগেট এলাকায় ফুটপাত দখল করে পহেলা রমজান থেকে ইফতার সামগ্রী বিক্রয় করে আসছিলো মনির রেস্টুরেন্ট। অভিযানে তাদেরকে ফুটপাত থেকে সরিয়ে দেয়া হয়। জনস্বার্থে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানাগেছে।
আপনার মন্তব্য প্রদান করুন...