সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে ফেলে গেল ৮ সন্তান

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ২১৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে ফেলে গেল ৮ সন্তান।

বৃদ্ধা সুফিয়া বেগমের বয়স প্রায় ৯০ বছর। কথা বলতে পারেন না। বয়সের ভারে অচল প্রায় বৃদ্ধা চলাফেরাও করতে পারেন না। তার আট ছেলে-মেয়ে।

কেউ সরকারি চাকরি করেন, কেউ আবার কৃষিকাজ করেন। স্বামীর প্রায় ৪০ বিঘা জমি। ৮ বছর আগে স্বামী মারা যাওয়ার পর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ছেলে-মেয়ের মাঝে বাধে বিরোধ। কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। তাই তো সম্পত্তির জন্য বৃদ্ধা মাকে খোলা আকাশের নিচে ফেলে গেল তার ছেলে-মেয়েরা। ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার মথুরা ইউপির জগতনগড় গ্রামে।

গতকাল (৩ এপিল) বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মথুরাপুর ইউপির জগতনগড় গ্রামে এ ঘটনা ঘটে। এলাকায় জানাজানি হলে সন্ধ্যার পর বৃদ্ধা সুফিয়া বেগমকে এক নজর দেখতে গ্রামবাসী হাজির হন ।

 

সংবাদ পেয়ে জগতনগড় গ্রামে গিয়ে দেখা যায়, বৃদ্ধা সুফিয়া বেগম খোলা আকাশের নিচে একটি বালিশের ওপর মাথা দিয়ে শুয়ে আছেন। কথা বলার চেষ্টা করলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছু বলতে পারে না।

বৃদ্ধা সুফিয়া বেগমকে রাতে মশার হাত রক্ষার জন্য গ্রামবাসী মশারি টাঙিয়ে দিয়েছেন। কেউ আবার কয়েল জ্বালিয়ে দিয়েছেন। কিন্তু পরিবারের লোকজন কেউ এক নজর দেখতেও আসেনি।

ছেলেদের সাথে কথা বলার জন্য গেলে সংবাদিক পরিচয় পাওয়ার পর দরজা বন্ধ করে দেয়। তবে ঘটনার এক ঘণ্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মশিউর নামের এক ছেলে তার মা সুফিয়া বেগমকে খোলা মাঠ থেকে নিয়ে তার বাড়িতে জায়গা দেন।

 

গ্রামবাসীরা বলেন, ‘তার স্বামীর প্রায় ৪০ বিঘা জমি ছেলেরা আগেই তার বাবার কাছ থেকে লিখে নেয়। বিষয়টি জানতে পেরে বৃদ্ধা সুফিয়া বেগম তার পাঁচ মেয়েদেরকে তিন বিঘা জমি লিখে দেন। তারপর থেকেই মায়ের খোঁজ নেয় না ছেলেরা।’

আর জামাই ফিরোজ হোসেন বলেন, ‘আমার শাশুড়ি আমার কাছেই ছিল। ছেলেরা তার খোঁজ খবর নেয় না। অসুস্থ হওয়ার খবর শোনার পরও তার ছেলেরা মাকে দেখতে আসেনি। তাই রাগ করে আজকে তার মেয়ে আঙ্গুর বেগম আমার শাশুড়িকে ফাঁকা মাঠে ফেলে আসে।’

মথুরাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন ও বদলগাছী থানার উপ-পরিদর্শক নিহার চন্দ্র বলেন, ‘ঘটনা জানার পর এখানে এসেছি। তার ছেলেদের সাথে কথা বলেছি, তার ছেলে মশিউরের কাছে আছে বৃদ্ধা মা সুফিয়া বেগম। মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে ছেলে-মেয়েদের বিরুদ্ধে ভরণ পোষণ আইনে মামলা করা হবে।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..