সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

সরকারি খাল দখল করে চলছে বাণিজ্য মোখলেসের

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

এমনই এক চিত্র দেখা যায় নারায়ণগঞ্জের পঞ্চবটি মুসলিম নগর হাবুলের ব্রিজ এলাকায়। সেখানে গিয়ে দেখা যায় হাবুলের ব্রিজ সংলগ্ন খালের সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকান তুলে প্রতি মাসে ভাড়া আদায় করছে শামীম ওসমানের অনুসারী মোখলেসুর রহমান গং। সরজমিনে গিয়ে দেখা যায়, খালের পাশে সারি সারি টিনের বেড়া দেওয়া ছোট ছোট অনেকগুলো দোকান তুলে ভাড়া দেয়া আছে। সেখানেই এক দোকানদার লাভলু জানায় সে গত চার বছর যাবত দোকান ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে। কারা এই দোকানের ভাড়া নেয় সে বিষয়ে লাভলু জানায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকলেসুর রহমান তাদের এই দোকান ভাড়া দিয়েছে। দোকান ভেদে অগ্রিম বাবদ ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত টাকা নেয় সে। বর্তমানে প্রতি দোকান থেকে তিন হাজার টাকা থেকে শুরু করে ৫০০০ টাকা পর্যন্ত ভাড়া উঠায় মোকলেস।

অন্য আরেক মুদি দোকানে আজিজুল জানায়, তিনি বিগত আট বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছেন।। দোকানের অগ্রিম ও ভাড়ার টাকা মোকলেস নামক আওয়ামী লীগ নেতাকে দেন বলেও জানান। দোকানে বিদ্যুতে লাইনের বিষয়ে জানা যায় রাস্তার অপর পাশের বাসা বাড়ি থেকে অবৈধভাবে তার টেনে সাবমিটার বসিয়ে বিদ্যুতের সংযোগ দেয়া হয় দোকানগুলিতে।
সরকারি জায়গা এভাবে অবৈধভাবে কিভাবে চালায় এ প্রশ্নের উত্তরে তারা জানান মোখলেসহ আওয়ামী লীগের মান্নান, অন্তুু, রাজ্জাক, সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান, আব্দুর রহিম সহ আওয়ামী লীগের নামধারী ভূমিদস্যুরা এসকল নিয়ন্ত্রণ করত। বিগত দিনগুলোতে এভাবেই চলে আসছে। তাদেরকে তো দেখার কেউ ছিল না।

এলাকার জলাবদ্ধতা যেখানে জনগণের ভোগান্তির কারণ সেখানে সকল খাল দখল ও ভরাট করে চাঁদাবাজি করে জনগণের ভোগান্তির জন্য দায়ী কারা তা আর বলার অপেক্ষা রাখে না। স্থানীয় এক বাসিন্দা বলেন,
আমরা পানিতে ডুবে থাকলে বড় বড় নেতারা আসতো মায়া কান্না দেখাতে। খাল ময়লা আবর্জনায় পরিপূর্ণ হলে মাঝে মধ্যে খাল সাফ করার নামে করতো মশকরা। মূলত তারা গাছের গোড়া কেটে পানি আগায় ঢালার মতই কাজ করতো আমাদের সাথে। আমাদের বলতো আপনাদের সেবায় দিনরাত কাজ করছি আর অন্যদিকে নিজেদের পকেট ভরতে অবৈধভাবে সরকারি সব কিছু লুটেপুটে খেতো। পাপের ঘড়া পূর্ণ হলে তা নিজে থেকেই ধ্বংস হয়। আওয়ামী লীগের সন্ত্রাসী ও জোরজুলুম কারীরা আজ পালিয়ে গেলেও তাদের কিছু ভূত আজও ঘাড়ে চেপে থাকার পায়তারা করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এ ব্যাপারে দ্রুত কোন পদক্ষেপ নেয় তাই এখন প্রত্যাশা। বিশেষ করে নারায়ণগঞ্জে কথায় কথায় ওয়াজ নসিহত করা শামীম ওসমানের দোশররা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেটাই এখন জনসাধারণ সকলের প্রত্যাশা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..