সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ঘটনায় নগদ টাকা,  মোবাইল,  মোটরসাইকেল চুরি 

মোঃ হাবিব / ৯৬ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি ঘটনায় এক বিকাশ এজেন্টের ব্যাগ ভর্তি ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন ছিনতাই ও একটি বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে একটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

দুটি ঘটনায় ভুক্তভোগীরা মঙ্গলবার সিদ্ধিরগঞ্জ জানায় অভিযোগ দায়ের করেছেন। এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় মিজমিজি দক্ষিণপাড়া হাজেরা মার্কেট এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে এবং বিকেলে মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।

জানাগেছে, রাত সাড়ে ১১ টার দিকে বিসমিল্লাহ টেলিকম নামে এক বিকাশ এজেন্টর মালিক মো. জামান দোকান বন্ধ করে একটি ব্যাগে ২ লাখ ৮০ হাজার টাকা ও ৪ টি মোবাইল ফোন বহন করে বাসার উদ্দেশ্যে রওনার সময় অজ্ঞাত ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন রাতেই ঘটনান্থল পরিদর্শন করেন।

অপরদিকে বিকেল ৩টার দিকে জামাল হোসেন সাগর নামে এক ব্যক্তির মোটর সাইকেল বাড়ির সিড়ির নিচ থেকে তালা কেটে চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।

পৃথক দুটি ঘটনার অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনার পরই আমি টিম পাঠিয়েছি।

ভুক্তভোগীর টাকার সাথে যে মোবাইল ফোনগুলো ছিনতাই হয়েছে সেগুলো ট্রেকিং করার চেষ্টা চলছে। মোটরসাইকেল চুরির ঘটনাটিও তদন্তনাধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..