সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ কানাইঘাট থানার ওসি মো:আব্দুল আউয়াল
মুফিজুর রহমান নাহিদ স্টাফ রিপোর্টার:- কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল আউয়াল সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন।এপ্রিল – জুলাই সময়কালে সাক্ষী উপস্থিতকরুন,পরোয়ানা তামিল, তদন্ত প্রতিবেদন প্রেরণ ও অন্যান্য প্রশাসনিক কাজে সুচারুভাবে সম্পন্ন করায় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও কর্মদক্ষতার কারনে সিলেটের পুলিশ সুপার মুহাম্মদ মাহবুবুর রহমান সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মো:আব্দুল আউয়াল কে নির্বাচিত করে গত ৩০আগষ্ট শনিবার পুলিশ -ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠানের সভায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তার হাত তোলে দেন। এ সময় জেলার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এপ্রিল – জুলাই সময়কালে সাক্ষী উপস্থিতকরুন,পরোয়ানা তামিল, তদন্ত প্রতিবেদন প্রেরণ ও অন্যান্য প্রশাসনিক কাজে সুচারুভাবে সম্পন্ন করায়, কর্মদক্ষতা, জনবান্ধব থানা পুলিশ গড়ে তোলা, কমিউনিটি পলিশিংয়ের কার্যক্রম শক্তিশালী, আইন শৃংখলার সার্বিক উন্নয়ন, অপরাধ মূলক কর্মকান্ড দমন ও ওয়ারেন্ট তামিল সহ নানা ক্ষেত্রে সাফল্য অর্জন করায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল আউয়াল শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন।
প্রসঙ্গত যে,মো:আব্দুল আউয়াল গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কানাইঘাট থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন। অদ্যাবধি পর্যন্ত দায়িত্ব পালনকালে তিনি সার্বিক আইন শৃংখলার উন্নয়নের পাশাপাশি সমাজ হৈতষী ব্যক্তিবর্গ ও প্রবাসীদের অনুদানের মাধ্যমে থানার ব্যাপক উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, পুলিশের আবাসনের জন্য থানা প্রাঙ্গনে ব্যারাক নির্মাণ, গাড়ীর পার্কিং গ্যারেজ নির্মান, থানা মসজিদের সম্প্রসারণ, প্রাচীর নির্মান এবং থানার অনাবাদি জমিতে ব্যাপক সৌন্দর্য বর্ধনের কাজ করেছেন। সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল আউয়াল বলেন, থানার সকল পুলিশ অফিসারবৃন্দ ও সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় এবং আইন শৃংখলার উন্নয়নে সকল মহলের সহযোগিতার কারনে আমি এ সম্মান পেয়েছি, এর অংশিদার আপনারা সবাই। যত দিন কানাইঘাটে আছি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
আপনার মন্তব্য প্রদান করুন...