সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধা আটক

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

যশোরের অভয়নগরে ৪ বছর বয়সী শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে সরোয়ার নামে এক বৃদ্ধাকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার ১৩ মার্চ দুপুরে উপজেলার কাদিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। অভয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে শিশুটি পরিবারের সঙ্গে বসে খাবার খাচ্ছিল। খেলার ছলে সে ভাতের থালা হাতে নিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর শিশুটির মা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে সরোয়ার হোসেনের রান্নাঘর থেকে শিশুটিকে বের হতে দেখেন তিনি। শিশুটির মায়ের সন্দেহ হলে তিনি তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং ধর্ষণচেষ্টার আলামত পান। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরাও বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে বৃহস্পতিবার  রাত ১০টার পর অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সরোয়ার হোসেনকে গ্রেপ্তার করে। আটককৃত সরোয়ার খুলনার ফুলতলা উপজেলার জামিরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। শিশুটির মা বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শুক্রবার দুপুরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে, শিশুটিকে আদালতে হাজির করা হলে সে ২২ ধারায় জবানবন্দি দেয় এবং পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুগন্ধা বিশ্বাস জানান, পুলিশের জিজ্ঞাসাবাদে সরোয়ার ধর্ষণচেষ্টার বিষয়টি স্বীকার করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..