নারায়ণগঞ্জের কুখ্যাত সন্ত্রাস আজমেরী ওসমানের হোন্ডাবাহিনীর সক্রিয় ক্যাডার জারিপকে রক্ষার্থে বিএনপি নেতাদের দরবারে দৌড়ঝাঁপ করার অভিযোগ উঠেছে বন্দর থানা বিএনপি হানিফ মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে হানিফ মিয়া কুখ্যাত সন্ত্রাস আজমেরী ওসমানের হোন্ডাবাহিনীর সদস্য জারিপ এর পিতা। তিনি মহানগর বিএনপি বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল বলয়ের রাজনীতির সঙ্গে জড়িত।
জানা গেছে, বন্দর থানা বিএনপি নেতা হানিফ, তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ এর সঙ্গে আতাঁত করে চলাফেরা করতেন এবং গড়ে তুলেছে অঢোল সম্পত্তি।
অপর দিকে, আজমেরী ওসমানের হোন্ডাবাহিনীর সক্রিয় ক্যাডার হিসেবে ছিলেন জারিপ। শহর-বন্দরে ছিলেন মূর্তিমান এক আতঙ্কের নাম হাজী সাহেব। যার বাহিনীতে ছিল প্রায় ২ হাজারের অধিক সদস্যের সন্ত্রাসী বাহিনী। আর এ বাহিনীতে বন্দরে সক্রিয় ছিলেন জারিপ।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনা পতনের বিএনপি-জামাত আন্দোলনে মাঠে থাকলেও তাদের দমনে নারায়ণগঞ্জে কাজ করেছেন আজমেরী ওসমান। যিনি প্রকাশ্যে তার হোন্ডা বাহিনী নিয়ে হামলা। এবং জুলাই মাসে তিনি তার বাহিনী নিয়ে প্রকাশ্যে মহড়া দিতেন। ওই হোন্ডাবাহিনীর মহড়ায় প্রকাশ্যে দেখা গেছে জারিপকে।
আজমেীর ওসমানের ক্যাডার জারিপকে রক্ষার্থে বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির আহ্বায়ক শাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আল ইউসুফ খান টিপুর দরবারে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি নেতা হানিফ মিয়া।
আপনার মন্তব্য প্রদান করুন...