সংবাদ শিরোনাম :
রূপগঞ্জ বিএনপি নেতা গোলাম ফারুক খোকনের পিতা আইসিইউতে পাঁচ দিনের রিমান্ডে তৌহিদ আফ্রিদী নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা শাজাহানপুরে জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিকে স্থায়ী ও টেকসই করতে ১০০ Waste Bin স্থাপন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা উজ্জল গ্রেফতার বকেয়া বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ নির্যাতিত সাংবাদিক বাছিতকে দেখতে হাসপাতালে বিএমএসএফ এর কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক মুফিজুর রহমান  যমুনার তীব্র ভাঙন: একদিনেই ৫ বিঘা কৃষিজমি নদীগর্ভে, হতাশায় এলাকাবাসী  দুই শিশুসন্তানকে ফেলে গৃহবধূ উধাও, মায়ের জন্য কাঁদছে অসুস্থ দুই শিশু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

নন্দীপাড়ায় মসজিদের হিসেব নিয়ে পক্ষে বিপক্ষে বক্তব্য, উত্তাপ, কোন ধরনের বিশৃঙ্খলা চায় না এলাকাবাসী

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৭০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

নগরীর নন্দীপাড়া এলাকার বায়তুল মাহফুজ জামে মসজিদের হিসেব নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা বক্তব্য। একপক্ষ বলছে, দীর্ঘ প্রায় ১৬ বছর যাবৎ এ মসজিদের আয় ব্যয়ের কোন হিসেবই দিচ্ছেনা মসজিদ কমিটি। কারণ, কমিটি মসজিদের টাকা লুটপাট করে খাওয়ার কারণে এ হিসেব দিতে চাচ্ছেনা। দীর্ঘ প্রায় ষোলটি বছর স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী সাবেক সাংসদ শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমানের সাথে সখ্যতা গড়ে এ মসজিদের সকল অর্থ লুটেপুটে খেয়েছে কমিটি, এমন অভিযোগও করেন তারা।

তবে অন্যপক্ষটি প্রমাণ সাপেক্ষে বলছে মসজিদের সকল আয় ব্যয়ের হিসেব গত ২রা আগস্ট মাসে একটি মিটিং শেষে বুঝিয়ে দেয়া হয়েছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন ও সহ কোষাধ্যক্ষ মসজিদের সাবেক মোতাওয়াল্লির ছেলে তুহিন এ হিসেব বুঝিয়ে দেন। যারা বলছে হিসেব দেয়া হয়নি, তারা তাদের নিজেদের স্বার্থ হাসিল করার লক্ষ্যে শুধু শুধু উত্তেজনা ছড়াচ্ছেন।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ডস্থ নন্দীপাড়া এলাকার এ মসজিদটি প্রাচীনতম মসজিদ। গোটা শহরবাসীর কাছে পরিচিত এ মসজিদটি। স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে তাদের দোসরা এ মসজিদটাকে লুটেপুটে খেয়েছেন। সাবেক প্রভাবশালী সাংসদ শামীম ওসমান ও সেলিম ওসমানের তাদের সখ্যতা খুব গভীর ছিলো। তাই ভয়ে অনেকে তাদের বিরুদ্ধে কথা বলতে পারেন নি। বার বার মসজিদের হিসেব চাওয়া হলেও তালবাহানা করে সময় পাড় করেছেন। আবার অনেক সময় ভয়ভীতি প্রদর্শন করে মুসল্লিদের ও স্থানীয় এলাকাবাসীর মুখ বন্ধ করে রেখেছেন। এখন পর্যন্ত এ মসজিদটির জন্য একজন মোতাওয়াল্লিও নিয়োগ দেয়া হয়নি। ফলে সকল প্রকার জবাবদিহিতার বাইরে রয়েছিলেন তারা। তাছাড়া হিসেব না দেওয়ার কারণে মসজিদের অনেক উন্নয়নও ব্যহত হচ্ছে।

স্থানীয়রা আরও বলেন, আসলে এ বিষয়টি নিয়ে বর্তমানে এলাকাবাসীর মনে এক ধরনের উত্তেজনা কাজ করছে। এ উত্তেজনা যেকোনো সময় সংঘর্ষে রূপ নিতে পারে। তাই কোন প্রকার সংঘাত সংঘর্ষের আগেই কমিটির উচিত মসজিদের হিসেব সবার সামনে উপস্থাপন করা। কেননা, আমরা এ হিসেব নিয়ে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ চাই না। আমরা চাই, সবাই একসাথে মিলে মিশে চলতে।
এ বিষয়ে মসজিদের সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো: শফিউদ্দিন প্রধান বলেন, হিসেব না দেয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে বলেনি, আপনার মুখে এ প্রথম শুনলাম। আমরা গত আগস্ট মাসের ২ তারিখে একটি মিটিং শেষে ৭০/৮০ জনের উপস্থিতিতে সমস্ত হিসেবে বুঝিয়ে দেয়া হয়েছে। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন ও সহ কোষাধ্যক্ষ মসজিদের সাবেক মোতাওয়াল্লির ছেলে তুহিন এ হিসেব বুঝিয়ে দেয়।

তিনি আরও বলেন, আমাদের এ মসজিদ নিয়ে এ পর্যন্ত কোন রাজনীতি হয় নাই। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোন রাজনীতিবিদ এ কমিটিতে নেই। তারা মিথ্যে অভিযোগ করে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..