সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

রূপগঞ্জ পূর্বাচলে খেতে এসে বুয়েট শিক্ষার্থী নিহত

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ১২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুহতাসিম মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনা ঘটেছে। সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট এলাকার একটি যাত্রী ছাউনির সামনে দূর্ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রাজধানীর কলাবাগান থানাধীন গ্রীন রোড এলাকার মো. মাসুদ মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহতের বাবা মো. মাসুদ মিয়া রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২), মোঃ মেহেদী হাসান খান (২২) ও অমিত সাহা (২২) মোটরসাইকেল যোগে রূপগঞ্জের পূর্বাচলে নীলা মার্কেটে খাওয়া-দাওয়া করার জন্য আসেন। খাওয়া দাওয়া শেষে মুহতাসিম মাসুদ রওনা করার জন্য মোটরসাইকেলের কাছে আসে। এরপর একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে তাদের উপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মুহতাসিম মাসুদ মারা যায় ও অপর দুই শিক্ষার্থী মেহেদী হাসান খান ও অমিত সাহা গুরুতর আহত হন।

এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ঘাতক গাড়ী চালক মোঃ মুবিন আল মামুনকে (২০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। সে রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকার আব্দুল্লাহ আল মামুনের ছেলে।

নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম বলেন,পূর্বাচল নীলা মার্কেট সংলগ্ন বালুর ব্রীজে আগে যাত্রী ছাউনির সামনে সড়ক দুর্ঘটনায় বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যু হয়েছে ও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় গাড়ি চালক সহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

 

মোঃ আবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..