বাংলার চোখ ও নারায়ণগঞ্জ চোখের বার্তা সম্পাদক সাংবাদিক মোঃ মাসুদুর রহমান তালুকদারের উপর মহানগর যুবদল নেতা সম্রাট হাসান সুজনের নেতৃত্বে হামলা হয়। এই ঘটনায় ১৩ জানুয়ারি ফতুল্লা মডেল থানায় দুজনের নাম উল্লেখ্য করে অভিযোগ দায়ের করেন মাসুদ তালুকদার।
অভিযোগে উল্লেখ্য করে সাংবাদিক মাসুদ তালুকদার বলেন, থানায় হাজির হইয়া বিবাদী নারায়ণ মহানগর বিএনপির সদস্য সচিব আবুল আল-ইউসুফ খান টিপু (৫৫ যুবদল নেতা , ২। সুজন (৩৫ সহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসি মিলে আমার উপর হামলা চালায়। তিনি বলেন আমি দীর্ঘদিন যাবৎ বাংলার চোখ ফটো নিউজ এজেন্সি ও নারায়ণগঞ্জ চোখের বার্তা সম্পাদক পদে দায়িত্ব পালন করিয়া আসিতেছি। আমার সাংবাদিকতার কাজের জন্য বিভিন্ন স্থান থেকে নিউজ সংগ্রহ করা লাগে। বিবাদীর বিরুদ্ধে আমার কাছে কিছু নিউজ সংরক্ষিত আছে। যাকে কেন্দ্র করে বিবাদী আমাকে বিভিন্ন সময় ও তারিখে রাস্তা ঘাটে আমাকে নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি ধমকি প্রদান করিয়া আসিতেছিল। এরই ধারাবাহিকতায় অদ্য- ১৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখ দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় ফতুল্লা থানাধীন চানমারী এলাকাস্থ নতুন সার্কেট অফিসের গেইটের সামনে আমি আমার এক পরিচিতব্যক্তির সাথে কথা বলাবস্থায় উল্লেখিত বিবাদীদ্বয় সহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন বিবাদীরা অর্তকিত ভাবে পিছন থেকে হামলা করিয়া এলোপাথাড়ি কিল, ঘুষি, চড়, থাপ্পর ও লাথি মারিয়া আমার শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর নীলাফোলা জখম করে।
তিনি আরও উল্লেখ্য করেন, মারধরের এক পর্যায়ে উল্লেখিত ১নং বিবাদী আমার গলায়া থাকা ০৪ আনা ০৫ রত্তি ওজনের স্বর্ণের একটি চেইন নিয়া জোরপূর্বক ছিনাইয়া নিয়া যায়। আমার ডাক চিৎকারে আশে পাশের লোকজন আগাইয়া আসিলে বিবাদীদ্বয় আমাকে প্রাণ নাশের হুমকি ধমকি প্রদান করে। আমার অবস্থা আশংকা জনক দেখিয়া খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নিয়া গেলে ঐখানকার কর্তব্যরত ডাক্তার আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। বিধায় কোন উপায়ন্তর না পাইয়া বিষয়টি থানায় আসিয়া অভিযোগ দায়ের করি। সেই সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
আপনার মন্তব্য প্রদান করুন...