সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন

বগুড়া ধুনটে তিন বৃদ্ধ কৃষককে কুপিয়েও পায়ের রগ কেটে জখমের অভিযোগ

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ১০৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ধান রোপনের সময় তিন বৃদ্ধ কৃষককে কুপিয়ে ও পায়ের রগ কেটে জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় গতকাল শনিবার (২৫ই জানুয়ারি) রাতে গোপালনগর ইউনিয়নের বানিয়াগাঁতি পূর্বপাড়া এলাকার মৃত মনিরুজ্জামানের ছেলে জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগসূত্রে জানাগেছে, ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতি মৌজার ২০ শতক ফসলী জমি প্রায় ৬০ বছর আগে ওই গ্রামের মনিরুজ্জামান ক্রয় করেন। মনিরুজ্জামানের মৃত্যুর পর তার ৫ ছেলে ওই জমিতে চাষাবাদ করে আসছেন। গত বৃহস্পতিবার ওই জমিতে ধান রোপন করছিলেন মনিরুজ্জামানের ছেলে নূরুল ইসলাম (৮০), হাজ্জী সাইফুল ইসলাম (৭৫) ও গোলাম রব্বানী (৭০)।

এসময় জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে ওই এলাকার বাহের উদ্দিনের ছেলে হাফিজুর রহমান (৪৮) ও হামিদুল ইসলাম (৪৬) সহ ১০/১২ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে বৃদ্ধ কৃষক নূরুল ইসলামকে মাথায় এবং হাজ্জী সাইফুল ইসলামের পায়ের রগ কেটে ও গোলাম রব্বানীকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এরপর তারা আহতদের জমির মধ্যে অচেতন অবস্থায় ফেলে রেখে চলে যায়। পরে এক ঘন্টা পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করেছে। তারা বর্তমানে সেখাইনেই চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় আহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল আলম বলেন, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..