সংবাদ শিরোনাম :
ড্রেনে গ্যাস জমে সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার শেরপুর উপজেলায় আইনসৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত  গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি,আতংকিত এলাকাবাসী রাতের আধাঁরে অতর্কিত হামলায় দুই যুবক আহত,থানায় অভিযোগ হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা ডাকাতির প্রস্তুতি কালে ০৬ (ছয়) ডাকাত গ্রেফতার প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হবে: ওসি লিয়াকত হোসেন
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ

সেলিম আজাদ / ৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সাংবাদিকদের সংগঠন দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলার প্রেসক্লাব অফিসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারা শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ। এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন। দেশ ও মানুষের কল্যাণের জন্যই সাংবাদিকতা করতে হবে। মহৎ এই পেশাকে কোনভাবেই বিতর্কিত করা যাবেনা। তাই নিজেদের বিবেককে প্রশ্ন করে কলম সৈনিকদের সত্য-বস্তুনিষ্ট এবং তথ্যবহুল সংবাদ পরিবেশন করার উপর গুরুত্বারূপ করতে হবে। বক্তারা আরও বলেন, দোয়ারাবাজারের নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে তা অত্যান্তই প্রশংসার দাবী রাখে। দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সাংবাদিকদের কল্যাণে সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা

দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা কামাল উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সোহেল মিয়ার সঞ্চালনায়  অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলে  বিআরডিভি প্রকল্প কর্মকর্তা শাহিনুর রহমান, সমাজসেবক আব্দুল হান্নান, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক জালালাবাদের উপজেলা প্রতিনিধি বজলুর রহমান, দৈনিক সংবাদের আব্দুল মোতালিব ভূইয়া, দৈনিক ইত্তেফাক’র মো: মামুন মুন্সি প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..