সংবাদ শিরোনাম :
ড্রেনে গ্যাস জমে সিদ্ধিরগঞ্জে বিকট শব্দে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা বগুড়ার ধুনটে যমুনা নদীর ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ বগুড়ার শেরপুর উপজেলায় আইনসৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত  গোয়াল ঘরের তালা ভেঙে ৬টি গরু চুরি,আতংকিত এলাকাবাসী রাতের আধাঁরে অতর্কিত হামলায় দুই যুবক আহত,থানায় অভিযোগ হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর মসজিদসংলগ্ন জঙ্গল থেকে অস্ত্র উদ্ধার রায়পুরায় লাইসেন্সবিহীন ফুড কারখানায় মোবাইল কোর্ট, ২৫ হাজার টাকা জরিমানা ডাকাতির প্রস্তুতি কালে ০৬ (ছয়) ডাকাত গ্রেফতার প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হবে: ওসি লিয়াকত হোসেন
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

সোনারগাঁয়ে জোড়পূর্বক জমি দখলের অভিযোগ

সোনারগাঁ(নারায়ণগঞ্জ)প্রতিনিধি: / ৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনজীবীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। একাধিকবার স্থানীয় সালিশে বিরোধপূর্ণ জমির সমঝোতার নির্দেশ দেয়া হলেও তা না মেনে স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় দখলের পায়তারা করছে মোহাম্মদ সুমন।

এ ঘটনায় আইনজীবী সাইফুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি উপজেলার সনমান্দী ইউনিয়নের চরলাল এলাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে বালু ভরাট করে ভোগ করে আসছেন। সম্প্রতি এলাকার প্রভাবশালী মোহাম্মদ সুমন মিয়া ও মাহবুবসহ জমিটি ২০/৩০জন স্থানীয় সন্ত্রাসী জোড়পূর্বক দখল করার জন্য পূর্ব প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরও বলেন,০৫শতাংশ সম্পত্তি আমি ও আমার ভাই সিদ্দিকুর রহমান আর এস রেকডীয় মালিকের ক্রমিক ওয়ারিশ গণের নিকট থেকে ২০১৮ সালের ১৫ নভেম্বর ক্রয় করে বালু ভারাট করে ভোগ দখলে আছি। আমি লোক বিশ্বস্ত সুত্রে জানতে যে, উপরোক্ত আসামীগণ শনিবার(৮ ফেব্রুয়ারি) উক্ত সম্পত্তি জোর পূর্বক মালিক দাবি করে উক্ত জায়গাটি দখল করবে। পরবর্তীতে আসামীগণ সকালে উক্ত জায়গাটি দখল করার জন্য সিমেন্ট, বালু ও সিমেন্টের খাম নিয়া আমার জায়গাতে রাখে। উপরোক্ত বিবাদীগণকে বাধা নিষেধ করলে উপরোক্ত বিবাদীগণ আমাকে বলে যে আরো লোকজন আসছে এবং আমাদের কাজ করার জন্য অনুমতি দিয়েছে। আমরা তাদের বাধা দিলে উপরোক্ত বিবাদীগণ আমাদের যে কোন সময় মারধর করিয়া প্রাণনাশ করবে বলে হুমকি প্রদান করে। এমতাবস্থায় আমরা প্রশাসনের নিকট প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থার নেয়ার অনুরোধ জানাচ্ছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী জানান, জোড়পূর্বক জমিদখলের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..