সংবাদ শিরোনাম :
আদালতের রায় পেয়ে দখলদারদের ৭ দিনের সময় দিলেন বাড়ির মালিক ভূমি অফিসে সেবাপ্রার্থীরা যেন হয়রানিমুক্ত সেবা পায়- জাহিদুল ইসলাম মিঞা ‘বিষপান করা’ চব্বিশের গণঅভ্যুত্থানে চোখ হারানো চার যুবকের পাশে তারেক রহমান যুবদল নেতার বিরুদ্ধে সাংবাদিকের পায়ের রগ কেটে ফেলার হুমকির অভিযোগ সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ
সোমবার, ২৬ মে ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি: / ৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বগুড়ার কাহালুতে বিদ্যুৎ বিল দেয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রূপালী বেগম (৩৮) নিহত হয়েছেন। এঘটনায় রুপালী বেগমের স্বামী পলাশ প্রামানিক গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই পুলিশ জড়িত থাকার অভিযোগে পুলিশ দেবর মোজাম্মেল হক (৩২) তার স্ত্রী আফরোজা (২৫),বাবা রশেদ আলী (৬৫)ও মা মরিয়ম বেগমকে(৬০) গ্রেপ্তার করেছে।

গত মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯ টার সময় কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর পাঁচটায় রুপালী বেগম মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এতথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রাশেদ আলীর বাড়ির বৈদ্যুতিক মিটার থেকে তার ছেলে পলাশ ও মোজাম্মেলের ঘরে বিদ্যুৎ সঞ্চালন হয়। বিদ্যুতের বিল পরিশোধ করা নিয়ে মঙ্গলবার রাত ৯ টার দিকে দুই ভাই এর স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়।একপর্যায় দুই ভাই ও তাদের বাবা- মা ঝগড়ায় জড়িয়ে পড়ে। দুই ভাই এর মধ্যে হাতাহাতি শুরু হলে মোজাম্মেল তার বড় ভাই ও ভাবীকে ছুরিকাঘাত করে। পরে তাদেরকে কাহালু উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাত একটার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভোর রাত পাঁচটার দিকে রুপালী বেগম মারা যায়।

ওসি বলেন, এঘটনায় রাতেই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রুপালী বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেপ্তার চারজনের নামে মামলা দায়ের হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..