বগুড়া ধুনট উপজেলার হটিয়ারপাড়া গ্রামের পূর্ব শত্রুতার জের ধরে বকনা বাচ্চুর গরু পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৩নং চিকাশী ইউনিয়নের হটিয়ারপাড়া গ্রামে গত বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) সন্ধ্যা অনুমান ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
গরু পিটিয়ে হত্যার বিষয়ে, গরুর মালিক মোহাম্মদ আলীর স্ত্রী মোছাঃ রোকিয়া খাতুন শুক্রবার (১৫ই নভেম্বর) দুপুরে প্রতিবেশী মৃত সোলায়মান আলীর ছেলে আইয়ুব আলী (৪২),কে আসামী করে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী একটি পালিত লাল পেতে রঙ্গের বকনা বাছুর গরু যাহার অনুমান মূল্য ৪০ হাজার টাকা, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিবাদী আইয়ুব আলী সীমানায় যাওয়া মাত্রই পূর্ব শত্রুতার জের ধরে আইয়ুব আলী তার হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা স্বজোরে বাচ্চুর এর পিঠের উপর আঘাত করলে বাচ্চুরটি ঘটনাস্থলে মারা যায়। তখনি মৃত বাচ্চুর গরুটি আইয়ুব আলী বাদীর বসতবাড়ির দক্ষিণ পার্শ্বে বাঁশঝারে রেখে চলে যাওয়ার সময় বাদী রোকিয়া খাতুন ঘটনার বিষয়টি স্বচোখে দেখে চিৎকার করি এবং বাচ্চুর মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করলে বিবাদী আইয়ুব আলী তাহার উপর ক্ষিপ্ত হয়ে তাহাকে অকথ্য’অশ্লীল ভাষায় গালি গালাজ করে তখন বাদী গালি গালাজের মৌখিক প্রতিবাদ করলে বিবাদী আইয়ুব আলী মারমুখি আচরণ সহ বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
এ বিষয়ে ধুনট থানার উপ- পরিদর্শক (এসআই) অমিত বিশ্বাস জানান, বাচ্চুর গরু পিটিয়ে হত্যার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।
মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
আপনার মন্তব্য প্রদান করুন...