সংবাদ শিরোনাম :
ক্ষোভের মুখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত ভাড়া স্থগিত ৯২৫ কোটি টাকার সেতু থেকে উদ্বোধনের পরদিনই বৈদ্যুতিক ক্যাবল চুরি অ্যাকশনে নামবে সেনাবাহিনী, যে ঘোষণা দিলেন সেনাপ্রধান অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অস্ত্রসহ আটক ২ দুদকের প্রশ্নের মুখে এবার সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বৃষ্টি নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস দুদকের অনুসন্ধান: পাথর লুটে ৪২ নেতা–ব্যবসায়ী জড়িত, ভাগ পেতেন ডিসি–এসপি বিএনপি নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে জগন্নাথপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বগুড়ার ধুনটে আরাফাত রহমান কোকোর স্মৃতি সংসদের ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত কেজি স্কুলের শ্রেণীকক্ষে আপত্তিকর ভিডিও, তদন্ত দাবি স্থানীয়দের
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

দুই পক্ষের  সংঘর্ষে ৬ জন আহত, সেনাবাহিনীর হাতে আটক ৩ জন

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ / ৯০ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

জগন্নাথপুরের সাদিপুর গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। এবং সেনাবাহিনী ৩ জনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ও প্রশাসন সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাদিপুর গ্রাম নিবাসী সাবেক মেম্বার কুতুব উদ্দিন গংগদের সাথে মৃত এখলাছ মিয়ার ছেলে রিপন মিয়া( সম্পর্কে চাচা-ভাতিজা) এর মধ্যে বাড়ীর রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২২শে মার্চ রোজ শনিবার বেলা ১১ ঘটিকার সময় রিপন এর ভাই কফির এর সাথে কুতুবউদ্দিন এর ছেলে মিঠুর কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, ছাতক সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শুয়েব আহমেদের নেতৃত্বে একদল সেনাসদস্য ও জগন্নাথপুর থানার এসআই আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় এসআই সজীব মিয়া সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এসময় কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া, মেম্বার মোঃ আব্দুল কাইয়ুম, তরুণ সমাজ সেবক আব্দুস ছালাম ও দিলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এই ঘটনায় জড়িত সন্দেহে সাদিপুর গ্রাম নিবাসী বশির মিয়া(৭০), মৃত জমশেদ আলীর ছেলে আব্দাল মিয়া(৪০) ও পাড়ারগাঁও গ্রাম নিবাসী আব্দুর রহমান ওরফে গেন্ডার ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)কে আটক করেছে সেনাবাহিনী। এরিপোর্ট লেখা পর্যন্ত আটকৃতরা সেনাবাহিনী হেফাজতে রয়েছেন। ঘন্টাব্যাপী এই সংঘর্ষে উভয় পক্ষের সাদিপুর গ্রাম নিবাসী মৃত এখলাছ মিয়ার ছেলে কফির উদ্দিন(৩৮), মৃত ছমরু মিয়ার ছেলে ময়নুল হক(৪৫), সৈয়দুল হক (৪৮) ও মিটু মিয়া(৩০) সহ প্রায় ৬ জন আহত হয়েছেন। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
বিষয়টি আগামী ২৪ মার্চ রোজ সোমবার গ্রাম্য পঞ্চায়েতে মীমাংসা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..