সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের প্রতি তাচ্ছিল্য: নেতা হওয়ার উন্মাদনায় অচিরেই অব্যাহত অবনতি অনিবার্য হেফাজতে ইসলামের কর্মীরা রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে:  মাওলানা ফেরদাউসুর  ফতুল্লায় চুন্নুর ভাতিজাদের তাণ্ডব, প্রশাসনের নীরব ভূমিকা! ফতুল্লায় আজমেরী সমর্থকদের ঝটিকা মিছিল’ বিএনপির ধাওয়া বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনের সকল শহীদ এবং আহতদের দায়িত্ব নেবে রাষ্ট্র: রিজভী ভোক্তা সচেতনতার নবযাত্রা শুরু করলো সিসিএস নারায়ণগঞ্জ বদলগাছীতে দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সমৃদ্ধি কর্মসূচীর আওতায় উপজেলা দিবস উদযাপন জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্টে একজন নিহত চড়-থাপ্পড় দেওয়াকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর পায়েল খুন, গ্রেফতার-৪ নাসিকের আহ্বান কোরবানির পশুর হাটের১৭টি স্থান
রবিবার, ২৫ মে ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন

সাজাপ্রাপ্ত পলাতক আসামী প্রতারক কামাল প্রধান গ্রেফতার

স্বপ্নবাংলা নিউজ ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

বিভিন্ন অপরাধে অভিযুক্ত নারায়ণগঞ্জ বন্দরের চিহ্নিত প্রতারক ও একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামী কামাল প্রধান অবশেষে গ্রেফতার হয়েছে।

জানা যায়, বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার আবুল প্রধানের কুখ্যাত ছেলে কামাল প্রধানের অপরাধের শেষ নেই। ভূমিদস্যুতা, জমিদখল, জাল দলিল সৃজন, বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ, ব্যাংকের ঋণ নিয়ে প্রতারণা এবং খোদ আদালতের সাথেও ব্যাংকের ভুয়া চালান নিয়ে প্রতারণা করেছে ধান্দাবাজ ও চান্দাবাজ কামাল। ভুক্ত ভোগী সোহেল রানার ৫ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অর্থঋণ আদালত থেকে এক বছরের সাজা হয় কামালের। এই মামলায় গত বছর কামাল গ্রেফতার হলে জেলহাজতে ঢুকে আইনজীবীর মাধ্যমে ভুয়া আড়াই লাখ টাকার চালান দিয়ে জামিন নেয় আদালত থেকে। পরবর্তীতে প্রতারণার বিষয়টি আদালতের নজরে আসলে মামলার রায় বহাল রেখে ওয়ারেন্ট জারি করে। এছাড়াও আরেক ভুক্ত ভোগী মনিরুজ্জামান টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা করে আদালতে। বিজ্ঞ আদালত কামালকে দোষি স্বাব্যস্ত করে আদালত ১ বছরের সাজা দেয়। রুবেল মিয়া নামে আরেক ব্যক্তি নারায়ণগঞ্জ আদালতে জমি ক্রয় বাবদ ১৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করলে ওয়ারেন্ট ইস্যু করে কামালের বিরুদ্ধে। এছাড়াও মাসুদুর রহমান দিপুর বিরুদ্ধে ভুয়া পত্রিকা ডিক্লারেশন নেই আজকের নীলকণ্ঠে মিথ্যা সংবাদ প্রকাশ করলে দিপু মানহানী মামলা করে আদালতে। মামলাটি বিচরাধীন রয়েছে এবং কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। হুমকী ধামকীসহ চরিত্র হরন করায় শাহআলম তালুকদার বিজ্ঞ আদালতে কামালর বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালত কামালের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। প্রতারক কামালের বিরুদ্ধে সোনারগাঁ থানায় নাশকতা ও বিষ্ফোরকের মামলা রয়েছে। আইয়ুব আলী বাবুর জমি দখলের অপচেষ্টায় মামলা করলে সেখানেও পলাতক কামাল। রিয়াজ উদ্দিনের ছেলেকে বিদেশে নেওয়ার কথা বলে ১৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বন্দর থানায় প্রসিকিউশন মামলা এবং আদালতে প্রতারণার মামলা দায়ের হলে সেই মামলায়ও ওয়ারেন্ট জারী করে। ১ ডজনের উপরে মামলা ও সাজাসহ ওয়ারেন্ট থাকলেও লম্পট কামাল দীর্ঘদিন কেরানীগঞ্জ কোন্ডায় আত্মগোপনে ছিলো। আত্মগোপনে থেকে ফেসবুক এবং জনসাধারণের কাছে বিদেশে আছে বলে প্রচার করে কিন্তু দেশে থেকেই প্রতারক কামাল প্রধান বিভিন্ন ফেসবুক ফেক আইডি খুলে বিভিন্ন মানুষকে এবং মামলার বাদী পক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানসম্মান ক্ষুন্ন করে যাচ্ছিলো। ভুয়া দৈনিক আজকের নীলকন্ঠের বিরুদ্ধে মামলা চলমান থাকায় এখন দৈনিক আলোকিত সম্প্রচার নামে আরেকটি ভুয়া পত্রিকা বের করে মানহানি করছে। যার ফলে ভুক্তভোগীরা ক্ষোদ্ধ হয়ে ওঠে। অবশেষে ৪ এপ্রিল সকাল ১১ টায় ফতুল্লা লঞ্চ ঘাট থেকে জনসাধারণ আটক করে ফতুল্লা থানায় হস্তান্তর করে। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পলাতক আসামী কামাল প্রধানকে ফতুল্লা থানা থেকে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে আসে। ৫ এপ্রিল আসামীকে জেল হাজতে প্রেরণ করবে বলে থানা পুলিশ জানায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..