নারায়নগঞ্জ ফতুল্লার কাশীপুরে ঈদের চাঁদ রাতে বন্ধু সন্ত্রাসী মাদক ব্যাবসায়ী রায়হান বাবুর গুলিতে অপর বন্ধু পাভেল নিহত হওয়ার ঘটনায় প্রধান পলাতক আসামী বাবু র্র্যাবের হাতে আটকের পর ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয় ৷ পুলিশ তাকে বিঞ্জ আদালতে প্রেরন করে জিঞ্জাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ৷ এ বিষয়ে জনতার কাগজ পত্রিকার সাথে আজ রবিবার দুপুরে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলামের কথা হলে তিনি জানান আসামী বাবু আজ রিমান্ডে আমাদের কাছে এই হত্যাকান্ডের বিষয়ে অনেক কিছু স্বীকার করেছে মূল হত্যাকান্ড মাদক বিক্রীর লেনদেন নিয়ে ৷ আমরা তার মাদক বিষয়াদি ও হত্যাকান্ডে ব্যাবহার করা পিস্তল টি উদ্ধারে বেশী জোড় দিবো এবং ঘটনার প্রকৃত বিষয় বস্তুু এবং এর পিছনে আর কারা কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করবো এবং সম্প্রতি ঐ এলাকায় তার দ্ধারা গভীর রাতে ও ভোরে বেশ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এ বিষয়ে ও রায়হান বাবু কে ব্যাপক জিঞ্জাসাবাদ করা হবে সেই সাথে তার অস্ত্রের উৎস খুঁজে বের করা হবে ৷
আপনার মন্তব্য প্রদান করুন...