নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত আজাদ রিফাত ফাইভার্স প্রাইভেট লিমিটেড ও আজাদ নীট কম্পোজিট টেক্সটাইল মিলস প্রাইভেট লিমিটেড এর উদ্যোগে নিজস্ব কোম্পানির শ্রমিকদের উজ্জীবিত করার জন্য আজাদ রিফাত ক্রিকেট ফ্যাস্টিবাল সিজন ১ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার ( ১৩ মে) সকালে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে এ টুর্ণামেন্ট এর আয়োজন করা হয়। সকাল থেকে বিকাল পযন্ত দিনব্যাপী এ টুর্ণামেন্টের খেলা চলে। উক্ত টুর্ণামেন্ট এর ফাইনালে আজাদ রিফাত ফাইভার্সকে পরাজিত করে জয়ী হয়েছেন আজাদ নীট কম্পোজিট। এসময় টুর্ণামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করেন, দলগুলো হচ্ছে আজাদ-রিফাত ফাইবার্স, আজাদ নীট কম্পোজিট, আজাদ ফিসারিজ ও সুইট নেশন্স।
এসময় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন, আজাদ রিফাত গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজেট এমডি তাইজুল ইসলাম রাজিব, ফখরুল ইসলাম রাহাত, মাহমুদুল ইসলাম রিফাত ও তারিকুল ইসলাম সহ প্রমুখ।
শতব্যস্ততার মাঝেও খেলাধূলার চর্চায় আজাদ রিফাত গ্রুপ এর কোম্পানির সকল কর্মকর্তাদের নিয়ে এ খেলার আয়োজন করায় শ্রমিকরা আনন্দিত ও উচ্ছ্বসিত হয়েছেন।
আপনার মন্তব্য প্রদান করুন...